অরিজিৎ-এডের ‘Sapphire’ জিতল মোদী-স্টার্মারের মন, মুগ্ধ হয়ে শুনলেন গান

PM Modi-Kier Starmer: সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার। ভিশন ২০৩৫-র অধীনে কথা বলেন ভারত-ব্রিটেনের সম্পর্ক নিয়ে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিস প্রতিরক্ষা, আবহাওয়া ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

অরিজিৎ-এডের Sapphire জিতল মোদী-স্টার্মারের মন, মুগ্ধ হয়ে শুনলেন গান
প্রধানমন্ত্রী মোদী-ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার।Image Credit source: X

|

Oct 10, 2025 | 2:31 PM

নয়া দিল্লি: পাশাপাশি বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বেজে উঠল অরিজিৎ সিং-এড শিরনের গান স্যাফায়ার। সেতার, তবলার তালে এই গানকে অন্যভাবে তুলে ধরা হয়, যা শুনে মুগ্ধ দুই রাষ্ট্রনেতাই। প্রধানমন্ত্রী মোদী সেই ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক অংশীদারিত্বের দারুণ উদাহরণ।

ভারত সফরে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। প্রথমদিনেই তিনি মুম্বইয়ে যশ রাজ ফিল্মসের অফিসে যান। অভিনেত্রী রানি মুখোপাধ্যায় তাঁকে স্বাগত জানান। সেখানে দাঁড়িয়েই তিনি বলেন যে ব্রিটেনে আবার বলিউড ফিরছে। যশরাজ ২০২৬ সালের শুরুতেই তিনটি সিনেমার শুটিং করবে ব্রিটেনের বিভিন্ন জায়গায়। প্রায় ৩ হাজার কর্মসংস্থান হবে।

সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার। ভিশন ২০৩৫-র অধীনে কথা বলেন ভারত-ব্রিটেনের সম্পর্ক নিয়ে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিস প্রতিরক্ষা, আবহাওয়া ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর নৈশভোজে স্যাফায়ার গানটি বাজানো হয়। প্রসঙ্গত, বলিউড গায়ক অরিজিৎ সিং ও ব্রিটিশ গায়ক এড শিরন যুগলবন্দি করেছেন এই গানে। এই গানটি মুক্তি পেতেই তা নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।