PM Narendra Modi: চোখে-মুখে উদ্বেগের ছাপ, দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী মোদী, বিকেলেই গুরুত্বপূর্ণ বৈঠক

Delhi Blast Update: বুধবার ভুটান সফর সেরে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই প্রধানমন্ত্রী লোক নায়ক হাসপাতালে দেখা করতে যান আহতদের সঙ্গে। আজ তিনি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকে যোগ দেবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ এই বৈঠক হবে।

PM Narendra Modi: চোখে-মুখে উদ্বেগের ছাপ, দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী মোদী, বিকেলেই গুরুত্বপূর্ণ বৈঠক
আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: X

|

Nov 12, 2025 | 3:20 PM

নয়া দিল্লি: লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করছেন। তাদের সঙ্গে কথা বলছেন।

বুধবার ভুটান সফর সেরে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই প্রধানমন্ত্রী লোক নায়ক হাসপাতালে দেখা করতে যান আহতদের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলে, দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

আজ তিনি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকে যোগ দেবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ এই বৈঠক হবে। সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে।  প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এই বিস্ফোরণের পিছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে।