PM Modi: রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, কী বার্তা দেবেন মোদী?

PM Modi: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিন পর জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। তারপরই পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে উত্তেজনা বাড়ে।

PM Modi: রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, কী বার্তা দেবেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla

May 12, 2025 | 4:54 PM

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সোমবার রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহ বাড়ে। বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান। যোগ্য জবাব দেয় ভারত। শনিবার পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে কথা বলেন। তারপরই উভয়পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। যদিও সংঘর্ষবিরতির কয়েকঘণ্টা পর সীমান্তে ফের বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এই আবহে সোমবার রাত আটটায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী।

ভারতের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েন বাড়ে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। ওইদিন বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। সেইসময় সৌদি আরব সফরে গিয়েছিলেন মোদী। জঙ্গি হামলার খবর পেয়েই তড়িঘড়ি দেশে ফিরে আসেন। দিল্লি বিমানবন্দরেই জরুরি বৈঠকে বসেন।

২২ এপ্রিল জঙ্গি হামলার পর লাগাতার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। হামলায় জড়িত ও সাহায্যকারীরা ছাড়া পাবে না বলে হুঁশিয়ারি দেন। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপও করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারত অবশ্য জানিয়ে দিয়ে, শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামো কিংবা পাকিস্তানের সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি।

তারপরও ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে। সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলার চেষ্টা করে। মিসাইল ছোড়ে। ড্রোন হামলা চালায়। ভারত প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। ভারতীয় সেনা স্পষ্ট করে দিয়েছে, ভারত শুধুমাত্র হামলার জবাব দিয়েছে। পহেলগাঁওয়ে হামলা শুরু করেছিল পাকিস্তান। দুই দেশের উত্তেজনা বাড়ার পর পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে শনিবার কথা বলেন। সংঘর্ষবিরতিতে উভয়পক্ষ সম্মত হয়।

গত কয়েকদিনের সংঘাতের এই আবহে নাগাড়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এইসময় তাঁর পূর্ব নির্ধারিত বিদেশ সফরও বাতিল করেছেন। এদিন তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। নিজের বক্তব্য প্রধানমন্ত্রী কী বলবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।