PM Narendra Modi: আজ ৭১ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Job letter: গ্রামীণ ডাক সেবক, টিকিট পরীক্ষক, জুনিয়ার ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়ার অ্যাকাউন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সিনিয়ার অফিসার, শিক্ষক, প্রফেসর সহ বিভিন্ন পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে।

নয়া দিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করা হচ্ছে। আজ, মঙ্গলবার ৭১ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বয়ং। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র দেবেন তিনি (PM Narendra Modi)। ‘রোজগার মেলা’-র মাধ্যমেই এই ৭১ হাজার জনকে সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ করা দেওয়া হচ্ছে। এঁদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
পিএমও সূত্রে জানা গিয়েছে, এবছর দেশের ৪৫টি জায়গায় রোজগার মেলা হয়েছে। তার মাধ্যমে মোট ৭১ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। গ্রামীণ ডাক সেবক, টিকিট পরীক্ষক, জুনিয়ার ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়ার অ্যাকাউন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সিনিয়ার অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিকিউরিটি অফিসার, নার্সিং অফিসার, হেড কনস্টেবল, অডিটর প্রিন্সিপাল, শিক্ষক, প্রফেসর সহ বিভিন্ন পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর রোজগার মেলার প্রথম দফায় ১০ লক্ষ জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছিল। মূলত, শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যেই রোজগার মেলার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার।





