চিনকে বাড়াবাড়ি করতে দেব না, প্রধানমন্ত্রী মোদীকে আশ্বাস দিলেন ‘নতুন বন্ধু’ দিশানায়ক

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 06, 2025 | 10:54 AM

PM Modi: শনিবার শ্রীলঙ্কায় পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ক। এই সফরেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৭টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়।

চিনকে বাড়াবাড়ি করতে দেব না, প্রধানমন্ত্রী মোদীকে আশ্বাস দিলেন নতুন বন্ধু দিশানায়ক
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: X

Follow Us

কলম্বো: শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বন্ধু বলে সম্মোধন প্রধানমন্ত্রী মোদীর। থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়। শ্রীলঙ্কার সঙ্গে একাধিক মউ স্বাক্ষরও হয়েছে ভারতের।

শনিবার শ্রীলঙ্কায় পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ক। এই সফরেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৭টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শক্তি, ডিজিটাল পরিকাঠামো, স্বাস্থ্য ও বাণিজ্য।

ভারত মহাসাগরে চিনের আধিপত্য-প্রভাব বৃদ্ধি নিয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। প্রেসিডেন্ট দিশানায়ক আশ্বাস দিয়েছেন যে শ্রীলঙ্কা তাদের জমি কোনওভাবেই কাউকে ব্যবহার করতে দেবে না যা ভারতের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভারতের স্বার্থের প্রতি প্রেসিডেন্ট দিশানায়কের এই সংবেদনশীলতার জন্য আমি কৃতজ্ঞ।”

প্রসঙ্গত, অনুরা কুমার দিশানায়ক প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কা সফরে গেলেন। শ্রীলঙ্কাকে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।