PM Narendra Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেল চালুর এক সপ্তাহের মধ্যেই রেকর্ড সংখ্যক ফলোয়ার নমো-র
PM Modi followers: গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেন। সেখানে তাঁর প্রথম পোস্ট করার এক মিনিটের মধ্যেই শতাধিক প্রতিক্রিয়া পড়ে। তারপর ২৪ ঘণ্টার মধ্যে, গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে যায়।
নয়া দিল্লি: ফের মোদী ম্যাজিক! হোয়াটসঅ্যাপ চ্যানেল (Whatsapp channel) চালু করার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে রেকর্ড সংখ্যক ফলোয়ার হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার এক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে মোদীর ফলোয়ার সংখ্যা ছাড়াল ৫০ লক্ষ। যা এক মাইলস্টোন। বিপুল সংখ্যক মানুষের এই সমর্থন পেয়ে সোমবার বিকালে হোয়াটসঅ্যাপ চ্যানেলেই সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মেসেজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অতি সক্রিয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, হোয়াটসঅ্যাপ চ্যানেল এসেছে। গত ১৯ সেপ্টেম্বর সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সেই চ্যানেল এক সপ্তাহ পূর্ণ করল। এর মধ্যেই ওই চ্যানেলে নমো-র ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লক্ষের বেশি। যা সত্যিই নজিরবিহীন। এটা জনগণের সাফল্যেরই নজির বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদী। তাই সকল ফলোয়ারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মেসেজ করেছেন তিনি। মেসেজে তিনি লিখেছেন, “আমরা ৫০ লক্ষেরও বেশি সম্প্রদায়ে পরিণত হয়েছি, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যাঁরা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ! আপনাদের প্রত্যেকের কাছ থেকে ক্রমাগত সমর্থন পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেন। সেখানে তাঁর প্রথম পোস্ট করার এক মিনিটের মধ্যেই শতাধিক প্রতিক্রিয়া পড়ে। তারপর ২৪ ঘণ্টার মধ্যে, গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে যায়। যা মাইলফলক। এক সপ্তাহ পরেও সেই রেকর্ডের ধারা অব্যাহত।
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং X (টুইটার) প্ল্যাটফর্মেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেকর্ড সংখ্যক ফলোয়ার রয়েছে। X (টুইটার) প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা ৯১০ লক্ষ। যার মধ্যে অধিকাংশই ভারতীয়। এছাড়া ফেসবুকে ৪.৮ কোটি এবং ইনস্টাগ্রামে ৭.৮ কোটির বেশি তাঁর ফলোয়ার রয়েছে। কেবল ভারত নয়, গোটা বিশ্বেই প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতি বিশ্বের জনপ্রিয় নেতার তকমাও পেয়েছেন তিনি।