Natendra Modi: রাহুলের মুখে মুসলমান সংরক্ষণ! ১১-১২ বছরের পুরনো ভিডিয়ো খুঁড়ে বের করলেন মোদী

PM Natendra Modi on Rahul Gandhi's old video: রাহুল গান্ধীর এক দশকেরও আগের একটি বক্তৃতার ভিডিয়ো খুঁড়ে বের করলেন নরেন্দ্র মোদী। এই ভিডিয়োকে হাতিয়ার করেই ফের মুসলিম সংরক্ষণের প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা করলেন তিনি। কী রয়েছে সেই ভিডিয়োয়?

Natendra Modi: রাহুলের মুখে মুসলমান সংরক্ষণ! ১১-১২ বছরের পুরনো ভিডিয়ো খুঁড়ে বের করলেন মোদী
রাহুলের পুরোনো ভিডিয়োকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদীImage Credit source: PTI

May 20, 2024 | 8:28 PM

নয়া দিল্লি: সোমবার (২০ মে), ফের মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন, তিনি রাহুল গান্ধীর এক দশকেরও আগের একটি বক্তৃতার ভিডিয়োর কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, ওই বক্তৃতায় রাহুল গান্ধী নিজেই বলেছেন মুসলমানদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে কংগ্রেস। প্রধানমন্ত্রী বলেন, ‘আজই আমি সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের শাহজাদার একটি ভিডিয়ো দেখলাম। বিষয়টি অত্যন্ত গুরুতর। সবাইকে বলছি, আমার কথা মন দিয়ে শুনুন। বিশেষ করে আমি সংবাদমাধ্যমের লোকদের বলছি। এই সংবাদমাধ্যম, এই ইকো-সিস্টেম এক গভীর সাম্প্রদায়িক মানুষের চামড়া বাঁচানোর কাজ করেছে। তাদেরও কান খুলে শোনা উচিত।”

প্রধানমন্ত্রী বলেন, ‘ভিডিয়োটি ১১-১২ বছরের পুরনো। এটা কংগ্রেসের শাহজাদার ভিডিয়ো। এই ভিডিয়োতে কংগ্রেসের শাহজাদা প্রকাশ্যে বলছেন, মুসলমানদের সংরক্ষণ দেবে কংগ্রেস পার্টি। একদিকে, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বারবার বলতেন, দেশের সংস্থানের উপর প্রথম অধিকার মুসলমানদের। আর অন্যদিকে, রিমোর্ট কন্ট্রোল দিয়ে সরকার চালাতেন যে শাহজাদা, তিনি তাল ঠুকে বলতেন, কংগ্রেস মুসলমানদের সংরক্ষণ দেবে। এটাই কংগ্রেসের সত্য। এই সত্যি, কংগ্রেস এবং তার ইকোসিস্টেম বহু বছর ধরে মানুষের সামনে আসত দেয়নি।”

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর এই পুরনো ভিডিয়োটিও ফের ভাইরাল হয়েছে। ভিডিয়োতে রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল সমাজবাদী পার্টিকে নিশানা করতে। তাঁকে বলতে শোনা গিয়েছে, “তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মুলায়ম সিং যাদব। সংরক্ষণের কথা একবারও বলেননি। সংবাদমাধ্যম তাঁকে জিজ্ঞাসা করেছিল, সংরক্ষণ নিয়ে তিনি কী ভাবেন। তিনি নীরব থেকেছেন। যেমন এখন দেখা যাচ্ছে। দু-তিনবার জিজ্ঞাসা করেছিল। কিন্তু তিনি নীরবতা ভাঙেননি। ভাই, কংগ্রেস পার্টি সংরক্ষণের কথা বলে। মনমোহন সিং উঠে দাঁড়িয়ে বলেন, ভাই এটা করতে হবে। আমরা দেব। মুসলিম ভাইদের সংরক্ষণ দেব। তাদের অন্তর্ভুক্ত করব। মুলায়ম সিং জি বলেন, ভাই আমি থাকলে, অনেক বেশি করতাম। আপনি ছিলেন, তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন। কেন করেননি?’


প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে বারংবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে মুসলমানদের জন্য সংরক্ষণেরব্যবস্থা করবে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করবে। সাধারণ মানুষের ধন-দৌলত ছিনিয়ে নিয়ে, মুসলমানদের বিতরণ করবে। কংগ্রেসকে হিন্দু বিরোধী আখ্যা দিয়েছেন তিনি। এমনকী, ওবিসিদের সংরক্ষণের অধিকার কেড়ে নিয়ে কংগ্রেস তা মুসলমানদের দিয়ে দেবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদী। যদিও, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে কোথাও মুসলমানদের জন্য সংরক্ষণের কথা বা ধনের পুনর্বিতরণের কথা বলা হয়নি। প্রধানমন্ত্রী মোদী অবশ্য পরে দাবি করেছেন, তিনি কখনও হিন্দু-মুসলমান করেননি। হিন্দু-মুসলমানের রাজনীতি করলে, তাঁর আর সার্বজনিক জীবনে থাকার অধিকার থাকবে না, এমন কথাও বলেছেন তিনি।