AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: মোদীর আগমনে ছুটবে বন্দে ভারত! পহেলগাঁও-কাণ্ডের পর প্রথমবার কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী

PM Modi: পহেলগাঁও হামলার পর ৭ই মে মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সিন্ধ প্রদেশ ও পঞ্জাব প্রদেশে শ'খানেক জঙ্গি ঘাঁটিতে প্রত্য়াঘাত চালায় ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর নামে সেনা অভিযানে গুঁড়িয়ে দেয় একের পর এক সন্ত্রাসী ঘাঁটি।

PM Modi: মোদীর আগমনে ছুটবে বন্দে ভারত! পহেলগাঁও-কাণ্ডের পর প্রথমবার কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী
Image Credit: PTI
| Updated on: Jun 03, 2025 | 1:19 PM
Share

নয়াদিল্লি: পহেলগাঁও সন্ত্রাস হামলার পর প্রথমবার জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৬ই জুন উপত্য়কায় পা দেবেন তিনি। জানা গিয়েছে, শ্রীনগর থেকে কাটরাগামী বন্দে ভারতের উদ্বোধনেই সেখানে যেতে চলেছেন তিনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হানা। ২৫ পর্যটকের মৃত্যু। তারপর থেকে কেটে গিয়েছে একটা মাসেরও বেশি সময়। কত জল বয়ে গিয়েছে সিন্ধু হয়ে। কিন্তু তা পৌঁছতে পারেনি পাকিস্তানে। কারণ, সেই সন্ত্রাসী হামলার পরেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ভাবে সমস্ত সম্পর্ক চ্যুত করে দেয় ভারত। এমনকি, কূটনৈতিক মারই নয়। পাকিস্তানকে শায়েস্তা করতে তোপ দাগতেও ছাড়েনি ভারত।

পহেলগাঁও হামলার পর ৭ই মে মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সিন্ধ প্রদেশ ও পঞ্জাব প্রদেশে শ’খানেক জঙ্গি ঘাঁটিতে প্রত্য়াঘাত চালায় ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর নামে সেনা অভিযানে গুঁড়িয়ে দেয় একের পর এক সন্ত্রাসী ঘাঁটি। তারপর থেকেই দুই দেশের মধ্যে সংঘর্ষ ও পরে বিরতি। কত না পর্ব পেরিয়েছে।

এবার সেই সকল পর্ব পেরিয়ে সন্ত্রাসী হানার ছাপ লেগে থাকা কাশ্মীরে পা রাখতে চলেছেন মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আসলে সরাসরি সন্ত্রাসবাদকে করা চ্যালেঞ্জ। এক মাস আগে যে ভূমি রেঙেছিল রক্তের দাগে। সেই ভূমিতে দাঁড়িয়ে উন্নয়নের ছড়ি ঘোরাবেন প্রধানমন্ত্রী।

অবশ্য, মোদীর এই সফরপর্ব নিয়ে নয়াদিল্লি তরফে এখনও মুখ খোলেনি। কাশ্মীরের এক স্থানীয় সংবাদমাধ্যমকে সেখানকার বিজেপি নেতা রবীন্দ্র রায়না সর্বপ্রথম এই মোদী সফরের কথা বলেন। পাশাপাশি, তিনি আরও জানান, কাশ্মীরের প্রথম বন্দে ভারতটি উদ্বোধন হবে সেদিনেই।