VIDEO: হিন্দি সিনেমার দৃশ্য যেন, নার্সকে ধরতে জরুরি বিভাগের মধ্যেই ঢুকে গেল প্রিজন ভ্যান, কী এমন করেছিল যে চরম পদক্ষেপ করল পুলিশ

AIIMS Rishikesh: এক মহিলা চিকিৎসককে হেনস্থা করে এক নার্সিং অফিসার। অভিযোগ পেতেই  সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। সোজা ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরেই গাড়ি নিয়ে হাজির হয় পুলিশ।

VIDEO: হিন্দি সিনেমার দৃশ্য যেন, নার্সকে ধরতে জরুরি বিভাগের মধ্যেই ঢুকে গেল প্রিজন ভ্যান, কী এমন করেছিল যে চরম পদক্ষেপ করল পুলিশ
ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরেই পুলিশের গাড়ি। Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: May 23, 2024 | 12:26 PM

দেহরাদুন: থ্রি ইডিয়টসের ওই দৃশ্যটা মনে আছে? রাজু (শরমন জোশী)-র বাবাকে নিয়ে হাসপাতালের ওয়ার্ডের ভিতরেই স্কুটি নিয়ে ঢুকে পড়েছিল র‌্যাঞ্চো ও ফারহান। সেই দৃশ্যই এবার বাস্তবে দেখা গেল। তবে রোগী নয়, অপরাধীকে ধরতে ওয়ার্ডের ভিতরেই ঢুকে গেল পুলিশের গাড়ি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

হাসপাতালে হেনস্থার শিকার মহিলা চিকিৎসক। অভিযোগ পেতেই ছোটে পুলিশ। অভিযুক্ত যাতে পালিয়ে যেতে না পারে, তার জন্য হাসপাতালের ভিতরেই গাড়ি নিয়ে ঢুকে পড়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঋষিকেশের এইমস-এ। চিকিৎসকের সম্মান বাঁচাতে ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরেই গাড়ি ঢুকিয়ে দেয় পুলিশ।

জানা গিয়েছে, এক মহিলা চিকিৎসককে হেনস্থা করে এক নার্সিং অফিসার। অভিযোগ পেতেই  সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। সোজা ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরেই গাড়ি নিয়ে হাজির হয় পুলিশ। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ইমার্জেন্সি ওয়ার্ডে ভিড়। তার মাঝ থেকেই পুলিশের গাড়ি ঢুকছে। কয়েকজন পুলিশ কর্মী রোগীদের স্ট্রেচার সরিয়ে দিচ্ছেন, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

পুলিশ জানিয়েছে, এইমসের এক মহিলা চিকিৎসককে অপারেশন থিয়েটারের ভিতরে যৌন হেনস্থা করেন একজন নার্সিং অফিসার। ওই মহিলা চিকিৎসককে কুরুচিকর ও অশ্লীল মেসেজ পাঠান।  এই ঘটনা জানাজানি হতেই চিকিৎসকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ডিনের অফিসের বাইরে ধরনায় বসেন ওই নার্সিং অফিসারকে বরখাস্ত করার দাবিতে। পুলিশেও অভিযোগ জানানো হয়।

হাসপাতালের বাইরে চিকিৎসকদের বিক্ষোভ দেখাতে দেখেই পুলিশ গাড়ি নিয়ে সোজা ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে ঢুকে যায়। অভিযুক্তকে হাসপাতালের ভিতর থেকেই গ্রেফতার করা হয়।

ঋষিকেশ এইমসের তরফে ওই নার্সিং অফিসারকে সাসপেন্ড করা হলেও, চিকিৎসকরা তাঁকে চাকরি থেকে বিতাড়িত করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার থেকেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন।