AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yogi on Israel-Hamas War: প্যালেস্টাইনের হয়ে গলা তুললেই কড়া পদক্ষেপ, নির্দেশ যোগীর

Yogi on Israel-Hamas War: সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ প্যালেস্টাইনকে সমর্থন করে কোনও বার্তা না দেয়, সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে পুলিশকে। কোনও ধর্মীয় স্থানেও এমন ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

Yogi on Israel-Hamas War: প্যালেস্টাইনের হয়ে গলা তুললেই কড়া পদক্ষেপ, নির্দেশ যোগীর
যোগী আদিত্যনাথ। ফাইল ছবি। Image Credit: twitter
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 1:24 PM
Share

লখনউ: ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে কথা বললেই কড়া পদক্ষেপ করবে পুলিশ। এমনই নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সামাজিক মাধ্যমে বা পথে নেমে প্যালেস্টাইনের সমর্থনে বক্তব্য পেশ করা যাবে না। এই বার্তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যোগী। সম্প্রতি হামাসের হামলার পর ইজরায়েলে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ইজরায়েলকেই সমর্থন করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তাই যোগী আদিত্যনাথের বক্তব্য, ভারতের যা অবস্থান, তার বিরোধিতা করতে পারবে না কেউ। সম্প্রতি ওই রাজ্যে ইজরায়েল-বিরোধী একটি মিছিল সংগঠিত হয়। এরপরই পুলিশকে নির্দেশ দিয়েছেন যোগী।

আলিগড় মুসলিম ইউনিভার্সিটি চত্বরেই ইজরায়েল-বিরোধী মিছিল হয় দিন কয়েক আগে। মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ প্যালেস্টাইনকে সমর্থন করে কোনও বার্তা না দেয়, সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে পুলিশকে। কোনও ধর্মীয় স্থানেও এমন ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

ইজরায়েলে হামাসের হামলার পর প্রত্যুত্তরে মিসাইল নিক্ষেপ করেছে ইজরায়েল। আর ইজরায়েলের সেই পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান তুলে আলিগড়ে ওই মিছিল বেরিয়েছিল। এছাড়া, অভিযোগ উঠেছে, এক পুলিশকর্মী সোশ্য়াল মিডিয়ায় প্যালেস্টাইনকে সাহায্য করার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। গাজায় কীভাবে ইজরায়েল হামলা করছে, সেই ছবিও পোস্ট করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সব ক্ষেত্রেই পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করছে ভারত। হামাসের বিরোধিতা করেও বার্তা দেওয়া হয়েছে। তবে সরাসরি প্যালেস্টাইনের বিরোধিতা করেনি নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, প্যালেস্টাইন যাতে একটা স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তার জন্য পাশে থাকবে ভারত।