AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Politics over Chandrayaan-3 Success: চাঁদেও পৌঁছল রাজনীতি! চন্দ্রযানের সাফল্যে নেহরু-ইন্দিরা জমানার সঙ্গে তুলনা কংগ্রেস-তৃণমূলের

BJP Vs INDIA: চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জমানায় মহাকাশ অভিযানে সাফল্যের ইতিহাসও টেনে আনেন।

Politics over Chandrayaan-3 Success: চাঁদেও পৌঁছল রাজনীতি! চন্দ্রযানের সাফল্যে নেহরু-ইন্দিরা জমানার সঙ্গে তুলনা কংগ্রেস-তৃণমূলের
চাঁদ নিয়েও রাজনীতি শুরু।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 10:17 AM
Share

নয়া দিল্লি: ৪০ দিনের সফর, অবশেষে সাফল্যের মুখ দেখেছে চন্দ্রযান-৩। বুধবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্য়ান্ডার বিক্রম। এটা ভারতের কাছে বিরাট বড় সাফল্য। রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারতই চতুর্থ দেশ হল যারা চাঁদের মাটিতে পা রাখল। একইসঙ্গে ভারত প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল। এই সাফল্য শুধু ইসরোরই নয়, কেন্দ্রের জন্যও বড় জয়। ইসরোর অভিযান সফল হতেই দক্ষিণ আফ্রিকা থেকে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিরোধী দলগুলির নেতৃত্বরাও অভিনন্দন বার্তা পাঠান। কিন্তু চন্দ্রযানের সাফল্যের মাঝেও শুরু হল রাজনৈতিক তরজা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মুখে শোনা গেল নেহরু-ইন্দিরা গান্ধীর জমানার প্রশংসা।

আগামী বছর, ২০২৪ সালেই রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে চন্দ্রযান-৩ এর এই সাফল্য কেন্দ্রীয় সরকারকে ভোট প্রচারে বিশেষ মাইলেজ জোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছুঁতেই শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় থাকলেও, দেশের জন্য় এত বড় মুহূর্ত থেকে বঞ্চিত থাকতে চাননি প্রধানমন্ত্রী মোদী। সেই কারণেই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে চন্দ্রাভিযানের শেষ ধাপের সাক্ষী থাকেন মোদী।

এদিকে, চন্দ্রযান-৩ এর সফল অবতরণে শুভেচ্ছাবার্তা জানান রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট বার্তায় তিনি লেখেন, “জয় চন্দ্রযান-৩। চন্দ্রাভিযানে এই দুর্দান্ত সাফল্যের জয়। ইসরোর জয়”। পরে অবশ্য় চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জমানায় মহাকাশ অভিযানে সাফল্যের ইতিহাসও টেনে আনেন। ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার শূন্যে পাড়ি দেওয়ার স্মৃতিও উসকে দিয়ে বলেন, “এই সাফল্য ইসরোর, দেশবাসীর। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন চাঁদে মানুষ পাঠিয়েছিলেন”।

অন্যদিকে, ইন্ডিয়া জোটের অপর জোটসঙ্গী কংগ্রেসের মুখেও উঠে এল নেহরু জমানার সাফল্যের খতিয়ান। চন্দ্রযান-৩ এর সাফল্যে অভিনন্দন দেওয়ার পাশাপাশি এটাও মনে করিয়ে দেওয়া হয় যে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগেই তৈরি হয়েছিল ইসরো।

চন্দ্রযান-৩ র দৌলতে বিজেপির পালের হাওয়া কাড়তেই ময়দানে নেমেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের দুই শরিক তৃণমূল এবং কংগ্রেসের মুখে নেহরু- ইন্দিরা জমানার তারিফ।