AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আড়িপাতা হয়েছিল প্রশান্ত কিশোরের ফোনে! পেগাসাসের তালিকায় ছিল অভিষেকের নামও?

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে মমতার ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনে আড়িপাতা হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই সরগরম রাজনৈতিক মহল।

আড়িপাতা হয়েছিল প্রশান্ত কিশোরের ফোনে! পেগাসাসের তালিকায় ছিল অভিষেকের নামও?
অলংকরণ: অভিজিৎ বিশ্বাস
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 6:57 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ইজরায়েলের স্পাইওয়্যারের মাধ্যমে নাকি দেশের তাবড় সাংবাদিক, রাজনৈতিক নেতা-নেত্রীদের ফোনে আড়ি পেতেছিল কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে যখন উত্তাল বিরোধী শিবির, তারই মধ্যে সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’-এর রিপোর্ট অনুযায়ী, মমতার ভোট কুশলী হিসেবে নিযুক্ত প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছিল। এমনকি বাদ যাননি সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইল নম্বরও। বিরোধীদের রণকৌশল জানতেই আড়ি পাতার চেষ্টা করা হয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

ইজরায়েল সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার দিয়েই আড়িপাতার কাজ চলছিল বলে অভিযোগ। শুধু অভিষেক বা প্রশান্ত কিশোরই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের ফোনেও আড়িপাতা হয়েছিল বলে জানা যাচ্ছে। আর প্রশান্ত কিশোর মমতার নয়, একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে অনেকেরই ভোট কুশলী হয়ে কাজ করেছেন। তাই রাজনৈতিক মহলের অনুমান, দেশের সব বিরোধীদের অবস্থানই জানার চেষ্টা করেছিল বিজেপি সরকার।

এই খবর প্রকাশ্যে আসতে প্রশান্ত কিশোর প্রতিক্রিয়ায় বলেন, ‘যদি বাংলার বিধানসভা নির্বাচনের সময় এমন কাজ কেউ করে থাকে, তাহলে বুঝতে হবে এ সবের কোনও প্রভাব আদতে নির্বাচনের ওপর পড়ে না।’ তিনি আরও বলেন, ‘এমন কাজ করা ও তা অস্বীকার করার অর্থ যারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করা।’

ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি ‘সাইবার অস্ত্র’ পেগাসাস নিয়ে রবিবার দুপুরে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মন্যম স্বামী একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘ওয়াশিং পোস্ট, লন্ডন গার্ডিয়ান প্রতিবেদনে লিখেছে মোদীর মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। তালিকায় রয়েছেন সাংবাদিক ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নামও। এটি আদ্যোপান্ত গুজব।’ একই সঙ্গে তিনি লেখেন, নামের তালিকা সামনে এলে তিনি নিজেই তা প্রকাশ করবেন।

আজই লোকসভায় এই ইস্যুতে ব্যাখ্যা দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, কোনও ভিত্তি ছাড়াই এই অভিযোগ সামনে আনা হচ্ছে। পাশাপাশি, বাদল অধিবেশন শুরুর আগেই এই অভিযোগ সামনে আসার বিষয়টাকে মোটেই কাকতালীয় বলে মনে করছেন না মন্ত্রী। আরও পড়ুন:  ‘কী পড়ছিলেন, আমরা জানি’, ফোনে আড়ি পাতার কথা কি আগেই জানতেন রাহুল?

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?