Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prashant Kishor: বিহারের ‘খারাপ রাস্তায়’ অসুস্থ প্রশান্ত কিশোর! বিশ্রামের মধ্যেও পিকের ‘রাজনীতি’

PK: এদিন 'জন সুরজ যাত্রা' প্রসঙ্গে প্রশান্ত কিশোর স্পষ্ট করে দেন যে, এই পদযাত্রা তাঁর 'জন সুরজ' দলটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলতে পারে। একেবারে বিহারের বাস্তব সমস্যাগুলি বুঝতে চান তিনি।

Prashant Kishor: বিহারের 'খারাপ রাস্তায়' অসুস্থ প্রশান্ত কিশোর! বিশ্রামের মধ্যেও পিকের 'রাজনীতি'
জন সুরজ যাত্রা থেকে বার্তা প্রশান্ত কিশোরের।
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 5:48 PM

পটনা: বিহারবাসীর সমস্যা বুঝতে, তাঁদের কাছে পৌঁছতে ‘জন সুরজ’ (Jan Suraj) পদযাত্রা শুরু করেছেন রাজনৈতিক কুশলী থেকে সমাজকর্মী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কিন্তু, টানা ৭ মাস ধরে হাঁটতে-হাঁটতে শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন ৪৫ বছর বয়সি PK। ‘খারাপ রাস্তায়’ হাঁটতে গিয়েই তাঁর পায়ের পেশিতে টান পড়েছে এবং তার জেরেই বলে জানিয়েছেন তিনি। আপাতত ১৫ দিনের জন্য ‘জন সুরজ যাত্রা’ (Jan Suraj Yatra) স্থগিত করে দিলেন প্রশান্ত কিশোর। আর তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি বিহারে নীতীশ (Nitish Kumar) সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দিলেন পিকে? এমনই প্রশ্ন-ই তুলছেন রাজনীতির কারবারিরা।

ঠিক কী বলেছেন পিকে?

‘জন সুরজ যাত্রা’ স্থগিত করা প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, “আমার অন্য কোনও শারীরিক সমস্যা নেই। খারাপ রাস্তায় অতিরিক্ত হাঁটার জন্যই পেশিতে টান ধরেছে। এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আমি এতদিন কোনরকম বিরতি নিইনি। কিন্তু, পদযাত্রা এখনও অনেক মাস চলবে।” তাই আপাতত কিছুদিন বিশ্রামের প্রয়োজন অনুভব করছেন। পিকে বলেন, “বিহারের প্রতিটি কোণায় যেতে এখনও অনেক মাস পদযাত্রা চলবে। তাই আমি সুস্থ হওয়ার জন্য কিছু সময় নিচ্ছি। তবে ১৫ দিন পর আবার একইভাবে এই পদযাত্রা শুরু হবে।” বর্তমানে সমস্তিপুরে রয়েছেন পিকে ও তাঁর সহযোগীরা। সেখানেই আপাতত যাত্রা স্থগিত করা হয়েছে।

একদা রাজনৈতিক কুশলী পিকে-র এই মন্তব্য যে রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। জন সুরজ যাত্রা শুরু হওয়ার ৬ মাস পর বিহার সরকারের বিরুদ্ধে বা কোনরকম রাজনৈতিক মন্তব্য করেননি পিকে। কিন্তু, ৭ মাসের মাথায় যে কারণে তিনি যাত্রা স্থগিত করলেন, তা পরোক্ষে বিহারের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। বিহারের প্রত্যন্ত এলাকায়, কোণায়-কোণায় যাচ্ছেন প্রশান্ত কিশোর। তাহলে কি প্রত্যন্ত এলাকায় উন্নয়নের দিকে সরকারের নজর নেই? সেজন্যই রাস্তা এতটাই খারাপ যে, অসুস্থ হয়ে পড়েছেন পিকে?

এদিন ‘জন সুরজ যাত্রা’ প্রসঙ্গে প্রশান্ত কিশোর স্পষ্ট করে দেন যে, এই পদযাত্রা তাঁর ‘জন সুরজ’ দলটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলতে পারে। একেবারে বিহারের বাস্তব সমস্যাগুলি বুঝতে চান তিনি। তাই কোনও রাজনৈতিক দলের নেতা নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে বিহারবাসীর কাছে যাচ্ছেন তিনি। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ার যে কারণ তিনি তুলে ধরেছেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, রাজনৈতিক কুশলী হিসাবে পরিচিত প্রশান্ত কিশোর বর্তমানে নিজে রাজনৈতিক দল তৈরি করেছেন। মূলত বিহারের সমস্যা দূর করার লক্ষ্যেই রাজনৈতিক দল জন সুরজ তৈরি করেছেন তিনি। সেই দলের প্রচার এবং বিহারবাসীর প্রকৃত সমস্যা জানতে ‘জন সুরজ’ পদযাত্রা শুরু করেছেন প্রশান্ত কিশোর। গত বছরের ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিবস থেকেই সমগ্র বিহারে পদযাত্রা শুরু করেছেন তিনি। ইতিমধ্যে ২,৫০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছেন পিকে।