Agartala-Kolkata Train : রেলপথে আগরতলা-কলকাতাকে জুড়লেন দ্রৌপদী মুর্মু, জেনে নিন ট্রেনের টাইমটেবিল

Agartala-Kolkata Train: গুয়াহাটি-আগরতলা-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের সম্প্রসারণের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রত্যেক বুধবার করে আগরতলা থেকে ছেড়ে যাবে এই ট্রেন।

Agartala-Kolkata Train : রেলপথে আগরতলা-কলকাতাকে জুড়লেন দ্রৌপদী মুর্মু, জেনে নিন ট্রেনের টাইমটেবিল
ছবি সৌজন্যে : ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 1:33 PM

আগরতলা: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশ থেকে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন। অন্যদিকে আগরতলা-কলকাতা ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি ট্রেনের আগরতলা অবধি সম্প্রসারণ এবং আগরতলা-জিরিবাম-আগরতলা জন শতাব্দী এক্সপ্রেসের মণিপুরের খোংসাং অবধি সম্প্রসারণের সূচনা করা হল। এদিন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে এই সম্প্রসারণের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উত্তর সীমান্ত রেলওয়ে বা নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) তরফে এই এক্সপ্রেস ট্রেনগুলির সম্প্রসারণের ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সংযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন ট্রেনগুলি নতুন করিমগঞ্জ বা নয়া করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, কোকরাঝড়, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটওয়া ও ব্যান্ডেলের উপর দিয়ে যাবে। এই ট্রেনগুলিতে মোট ১৪ টি কামরা থাকবে। আগরতলা-কলকাতা এক্সপ্রেস ট্রেন প্রত্যেক বুধবার আগরতলা থেকে সকালে যাত্রা শুরু করবে। পরের দিন বিকেলে সেই ট্রেন কলকাতা পৌঁছবে। এবং প্রত্যেক রবিবার করে কলকাতা ছেড়ে আগরতলার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। আগরতলায় সেই ট্রেন মঙ্গলবার রাতে গিয়ে পৌঁছবে।

প্রসঙ্গত, ত্রিপুরাতে দু’দিনের সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কলকাতা-আগরতলা সরাসরি ট্রেনের উদ্বোধন করলেন তিনি। উল্লেখ্য, এই অঞ্চলে রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে। যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি রেলওয়ে স্টেশন অন্যান্য বিষয়গুলির উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে। যেমন, সম্প্রতি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ওভারসিস টিকিটিং কাউন্টার স্থাপন করা হয়েছে। মিতালি এক্সপ্রেসে আসা যাত্রীদের সহজে টিকিট বুকিংয়ের জন্যই এই উদ্য়োগ নেওয়া হয়েছিল।