AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রেনে চেপে গ্রামের বাড়ি যাবেন রাষ্ট্রপতি কোবিন্দ, ‘বিশেষ আয়োজন’ করছে রেল

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পর এই প্রথম কোনও রাষ্ট্রপতি ট্রেনে সফর করবেন।

ট্রেনে চেপে গ্রামের বাড়ি যাবেন রাষ্ট্রপতি কোবিন্দ, 'বিশেষ আয়োজন' করছে রেল
ফাইল চিত্র।
| Updated on: Jun 23, 2021 | 11:59 PM
Share

নয়া দিল্লি: গ্রামের বাড়ি যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু আকাশপথে নয়। রাষ্ট্রপতি যাবেন ট্রেনে চেপে। আর তাঁর এই সফরের জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, একটি আস্ত স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করছে ভারতীয় রেল। দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পর এই প্রথম কোনও রাষ্ট্রপতি ট্রেনে সফর করবেন। আর রাষ্ট্রপতির রেল সফর ঘিরে রীতিমতো সাজো সাজো রব ভারতীয় রেলে।

উত্তর প্রদেশের কানপুন জেলার দেহাতের অন্তর্গত পারাউঙ্খ গ্রামে দেশের বাড়ি রাষ্ট্রপতির। আগামী ২৫ জুন দিল্লির সফদারগঞ্জ স্টেশন থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন কোবিন্দ। রেল মন্ত্রক জানিয়েছে, জিনঝক এবং কানপুরের দেহাত, এই দুই জায়গায় থামবে এই ট্রেন। সেখানে স্কুলের বন্ধুদের সঙ্গে কথা বলবেন রাষ্ট্রপতি। সম্বর্ধনাও দেওয়া হবে তাঁকে।

রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর এই প্রথমবার বাড়ি যাচ্ছেন কোবিন্দ। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেই তিনি বাড়ি যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। বর্তমানে সংক্রমণের গ্রাফ কমে আসায় তিনি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ‘উপনির্বাচনটা ক্লিয়ার করে দিন,’ মোদীকে ‘অনুরোধ’ মমতার

এই প্রসঙ্গেই উল্লেখ্য, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর ট্রেনে করে নিজের জন্মস্থান থেকে সফর করে ছিলেন। যদিও সেই সময় বিমান সফর এতটা সহজলভ্য ছিল না। ট্রেনে করে গোটা দেশ ভ্রমণ করে ছিলেন তিনি।

আরও পড়ুন: নন্দীগ্রামের মামলাটি ছেড়ে দিন, বিচারপতিকে চিঠি মমতার আইনজীবীর