AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর জোর দিলেন নরেন্দ্র মোদী

PM Modi: দুর্যোগ মোকবিলায় সবাইকে একত্রিত হয়ে পদক্ষেপ করতে হবে। দুর্যোগ মোকাবিলায় পরিকাঠামো তৈরিতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

PM Modi: দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর জোর দিলেন নরেন্দ্র মোদী
ফাইল ছবি
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 12:43 PM
Share

নয়া দিল্লি: তুরস্ক-সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্প দেখেছে গোটা বিশ্ব। বড় বড় অট্টালিকা চোখের নিমেষে ধসে পড়েছে। সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে সেই ছবি দেখেছে গোটা বিশ্ববাসী। শুধু তাই নয়। এরকম বড় দুর্যোগের উদাহরণ দেশের মাটিতেও রয়েছে। জোশীমঠ। সেখানে এই বছরই একের পর এক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তলিয়ে যেতে শুরু করেছে এই প্রাচীন শহর। এবার এহেন কোনও দুর্যোগ মোকাবিলায় সকলের একসঙ্গে এগিয়ে আসার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কোনও এক অঞ্চলের দুর্যোগ দেখা দিলে তার সঙ্গে সংযুক্ত বিশ্বের অন্য কোনও প্রান্তেও সেই প্রভাব পড়তে পারে।

মঙ্গলবার সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় পরিকাঠামো তৈরিতে আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ (International Conference on Disaster Resilient Infrastructure 2023) বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এ দিন বলেন, যে কয়েক বছরে ৪০টি দেশ দুর্যোগ পরিকাঠামোর জন্য জোটের অংশ হয়েছে। তিনি বলেন, এই সম্মেলন উন্নত ও উন্নয়নশীল অর্থনীতি, বৃহৎ ও ছোট দেশ এবং গ্লোবাল নর্থ ও গ্লোবাল সাউথের জন্য এক প্লাটফর্মে একত্রিত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্মে হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আজ মোদী বলেন, পরিবহণ পরিকাঠামোর মতোই সামাজিক ও ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারও গুরুত্বপূর্ণ। ভারত ও ইউরোপে আঘাত হানা তাপপ্রবাহ, সাইক্লোন এবং তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পের কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক দুর্যোগ বিশ্বের সামনে চ্যালেঞ্জের মাত্রার কথা মনে করিয়ে দেয়।