PM Modi: মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের প্রেসিডেন্টকে উপহার হিসাবে দিলেন মহাকুম্ভের জল, স্ত্রীকে দিলেন বেনারসি

PM Modi: এদিন শুরুতেই প্রধানমন্ত্রী মরিশাসের প্রতিষ্ঠাতা স্যর শিবসাগর রামগুলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

PM Modi: মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের প্রেসিডেন্টকে উপহার হিসাবে দিলেন মহাকুম্ভের জল, স্ত্রীকে দিলেন বেনারসি
মরিশাস সফরে প্রধানমন্ত্রী Image Credit source: Twitter (X)

| Edited By: জয়দীপ দাস

Mar 11, 2025 | 7:06 PM

নয়া দিল্লি: মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি সে দেশের প্রেসিডেন্ট ধরম গোখুল এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। পিতল ও তামার পাত্রে মহাকুম্ভের জলও উপহার দেন। উপহার হিসাবে দেন বিহারের মাখনা। ধরম গোখুলের স্ত্রীকে একটি বেনারসি শাড়িও উপহার দেন মোদী। উপহারে ধরা দিয়েছে গুজরাটি ঐতিহ্যও। গুজরাট থেকে আনা একটি সাদেলি বক্সের মধ্যেই ওই শাড়ি উপহার দেন মোদী। 

মঙ্গলবার সকালে দুই দিনের সফরে মরিশাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আগে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গেও দেখা করেন তিনি। যোগ দেন স্যর শিবসাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনের বৃক্ষরোপণ কর্মসূচিতে। 

এদিন শুরুতেই প্রধানমন্ত্রী মরিশাসের প্রতিষ্ঠাতা স্যর শিবসাগর রামগুলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরিশাস সফর নিয়ে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে একগুচ্ছ পোস্টও করে ফেলেছেন নরেন্দ্র মোদী। একটি পোস্টে তিনি লিখছেন, ‘প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে স্যর শিবসাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে খুবই ভাল লাগছে। এখানে জীববৈচিত্র্যের এক প্রাণবন্ত সংগ্রহ রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনটি অসাধারণ।’