Semicon India 2022: আত্মনির্ভরতার পথে আরও এক পদক্ষেপ, সেমিকন ইন্ডিয়া কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi: শুক্রবার উদ্বোধন করা হচ্ছে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স ২০২২(Semicon India Conference 2022)-র। আজ, ২৯ এপ্রিল থেকে ১ মে অবধি এই সম্মেলন চলবে।
নয়া দিল্লি: আত্মনির্ভরতার পথে হাঁটছে ভারত। বিশ্বমঞ্চে ভারতের উদ্বাধনী শক্তিকে তুলে ধরতে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), তারই প্রাথমিক ধাপ হিসাবে আজ, শুক্রবার উদ্বোধন করা হচ্ছে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স ২০২২(Semicon India Conference 2022)-র। আজ, ২৯ এপ্রিল থেকে ১ মে অবধি এই সম্মেলন চলবে। এদিন এই অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে বিশ্ব দরবারে সেমিকন্ডাক্টর হাব হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং চিপ ডিজাইন ও উৎপাদনের আদর্শ কেন্দ্র হিসাবে তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা সংস্থা, শিক্ষাকেন্দ্র, শিল্প ও বাণিজ্যক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের উদ্যোগে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স ২০২২-র আয়োজন করা হয়েছে। তিনদিনের এই সম্মেলনে স্টার্টআপ শিল্প ও বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ গঠন, সরকারের ভূমিকা ও উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।