কতটা আত্মনির্ভর হয়েছে দেশের নারীশক্তি? স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় জানবেন নমো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 11, 2021 | 3:28 PM

আগামিকাল, ১২ অগস্ট দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন। দিনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন নামক অনুষ্ঠানে তিনি কথা বলবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে।

কতটা আত্মনির্ভর হয়েছে দেশের নারীশক্তি? স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় জানবেন নমো
ফাইল চিত্র- PTI

Follow Us

নয়া দিল্লি: দেশের উন্নয়নে বরাবরই নারীশক্তির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ বার তিনি “আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ” নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন।

আগামিকাল, ১২ অগস্ট দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠী (women Self Help Group )-র সদস্যদের সঙ্গে কথা বলবেন। দিনদয়াল অন্ত্যোদয় যোজনা (Deendayal Antyodaya Yojana) জাতীয় গ্রামীণ জীবিকা মিশন নামক অনুষ্ঠানে তিনি কথা বলবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। কীভাবে তারা নিজেদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছেন, তাও শুনবেন প্রধানমন্ত্রী।  একইসঙ্গে এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী কৃষি জীবিকার সার্বজনীনকরণ নিয়েও একটি হ্যান্ডবুক প্রকাশ করবেন।

মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে সামনে রেখেই  গৃহ ও নগর দারিদ্র্য বিমোচন মন্ত্রকের অধীনে দিনদয়াল যোজনা আনা হয় কেন্দ্রের তরফে। এই প্রকল্পের অধীনে কাজের জন্য কেন্দ্রের তরফে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের ৪০৪১টি শহর এই প্রকল্পের অধীনে রয়েছে। এই প্রকল্পের অধীনে একদিকে যেমন প্রশিক্ষণের মাধ্যমে জাীবীকার ব্যবস্থা করা হয়, তেমনই স্বনির্ভর গোষ্ঠী তৈরি ও সহায়তা প্রদানের কাজও করা হয়। এছাড়াও গরিবদের কর্মসংস্থানের জন্য নতুন উদ্যোগে ভাতার ব্যবস্থাও রয়েছে। আরও পড়ুন: লাগাতার গড়িয়ে পড়ছে পাথর, ধাক্কায় বাস থেকে ছিটকে গেল চালক, ভয়াবহ ধস কিন্নরে

Next Article