Assault in Bus: স্বামী মাঝরাতে বাথরুমে যেতেই বাস ছোটালেন চালক, স্ত্রীকে ধর্ষণ করলেন বাসের মধ্যেই
Rape: নির্যাতিতা ও তাঁর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুণের পুলিশ।

পুণে: বাসের মধ্যেই এক বিবাহিত যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল বেসরকারি বাস চালকের বিরুদ্ধে। ২১ বছরের মহিলার অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত বাসের মধ্যে ওই যুবতীকে একাধিক বার ধর্ষণ করে বলে অভিযোগ। তার পর তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। নির্যাতিতার মহিলার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শহরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাসকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পর গ্রেফতার করা হয়েছে বাসের চালককে।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা যুবতীর বাড়ি মহারাষ্ট্রের ওয়াসিম জেলায়। দিন কয়েক আগে স্বামীর সঙ্গে কাজের খোঁজে পুণেতে এসেছিলেন ২১ বছরের ওই যুবতী। দিন মজুর ও হোটেলে থালা-বাসন মাজার কাজ করতে দিন কাটছিল তাঁদের। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একটি হোটেলের কাজ সেরে তাঁরা ২ জন এসেছিলেন একটি বাস ডিপোতে। রাতে থাকার জায়গা খুঁজতেই সেখানে এসেছিলেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, গরিব ওই দম্পতির থাকার জায়গা খোঁজার বিষয়টি নজরে আসে অভিযুক্ত বাস চালকের । তখন নিজে থেকেই ওই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি। তাঁর বাসের মধ্যে রাত কাটাতে বলেন। সেই মতো তাঁর বাসেই শুয়েছিলেন ওই দম্পতি। রাত সাড়ে তিনটে নাগাদ বাথরুম করতে বাস থেকে নেমেছিলেন ওই মহিলার স্বামী। সেই সুযোগে বাস চালিয়ে সেখান থেকে পালান অভিযুক্ত চালক। তার পর অন্যত্র বাস নিয়ে যায় সে। সেখানেই ওই বিবাহিত মহিলাকে মারধর করে চালক। বাসের মধ্যেই ২ বার ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। তার পর মহিলাকে বাস থেকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে নির্যাতিতা ও তাঁর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুণের পুলিশ। এক পুলিশ অফিসার বলেছেন, “বাস নিয়ে কর্নাটকে যাচ্ছিলেন অভিযুক্ত চালক। তখনই আমরা গ্রেফতার করি। ঘটনার তদন্ত চলছে।”
