লখনউ: সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। আর আপাতত এই নির্বাচনকেই পাখির চোখ করছে কংগ্রেস। উত্তর প্রদেশ হল কংগ্রেসের কাছে অনেকটা লিটমাস টেস্টের মতো। ২০২৪ লোকসভা ভোটের আগে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কোথায় দাঁড়িয়ে রয়েছে, তা যাচাই করে নেওয়ার লড়াই। আর তারই মধ্যে উত্তর প্রদেশের ভোটারদের আরও কাছে টানতে আরও একটি তুরুপের তাস বের করলেন প্রিয়ঙ্কা গান্ধী। এবারে তাঁদের তাস ইন্দিরা গান্ধী। নিজেকে ইন্দিরার উত্তরসূরি হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা দেখা গেল প্রিয়ঙ্কার গলায়।
আজ কংগ্রেসের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন প্রিয়ঙ্কা। বলেন, “তিনি (ইন্দিরা গান্ধী) জানতেন, তিনি খুন হতে পারেন। কিন্তু তার জন্য কোনওদিন নিজের মাথা নত করেননি। আপনারা তাঁর উপর যে বিশ্বাস রেখেছিলেন, সেই আস্থার থেকে বড় আর কিছুই ছিল না তাঁর কাছে।” ইন্দিরা স্তুতির পরেই প্রিয়ঙ্কা নিজেকে ইন্দিরার উত্তরসূরি হিসেবে তুলে ধরে বলেন, “তাঁর (ইন্দিরা গান্ধীর শিক্ষা পেয়েছি বলেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমিও কোনওদিন আপনাদের বিশ্বাস ভাঙব না।”
তাঁর আরও বক্তব্য, কংগ্রেসের আমলেই রেলপথ, বিমানবন্দর, সড়ক তৈরি হয়েছে। আর বর্তমান সরকার সেই সব বিক্রি করতে বসেছে। বলেন, “তারা (বিজেপি) প্রশ্ন তুলছে, আমরা ৭০ বছরে কী করেছি। আমরা ৭০ বছরে যা কিছু করেছি তা এরা ৭ বছরে নষ্ট করে দিয়েছে। উত্তর প্রদেশে ৫ কোটি যুবক আজ কর্মহীন। প্রতিদিন তিনজন করে যুবক বেকারত্বের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।”
উত্তর প্রদেশের রাজনীতির ইতিহাস বলছে, বছরের পর বছর ধরে জাত-পাতের উপর ভিত্তি করে সেখানে ভোট হয়ে আসছে। এবারও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দল নিজের নিজের ঘুঁটি সেভাবেই সাজাতে শুরু করেছে। কিন্তু এই সবের থেকে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে এবার প্রিয়ঙ্কা গান্ধী জোর দিয়েছেন মহিলা ভোটারদের দিকে। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, মোট বিধানসভা আসনের ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ আসার পর থেকে সে রাজ্যে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে বিজেপির। সুতরাং, উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ নয় সোনিয়া – রাহুল – প্রিয়ঙ্কাদের জন্য। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রিয়ঙ্কাকে সামনে রেখেই লড়বে কংগ্রেস। তবে তিনিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। আর এরই মধ্যে উত্তর প্রদেশের মহিলা ভোটারদের আরও কাছে টানতে উদ্যোগী হলেন প্রিয়ঙ্কা গান্ধী। জানিয়ে দিলেন, ৪০ শতাংশ আসনে প্রার্থী হবেন মহিলারাই।
আরও পড়ুন : Rajib Banerjee Joins TMC: উঠতে-বসতে ‘ভাইপো’ বলে কটাক্ষ করা রাজীব আজ বললেন, ‘অভিষেক আমার নেতা’