Hyderabad: ‘নাম বদলাবেন না প্লিজ…’ মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করাচি বেকারির

Hyderabad: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভারত-পাক যুদ্ধের আবহে করাচি বেকারির সামনে দেখা গেল বিক্ষোভ। করাচি পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক শহর। করাচি বেকারির অনেকগুলি আউটলেট রয়েছে হায়দরাবাদ শহর জুড়ে।

Hyderabad: নাম বদলাবেন না প্লিজ... মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করাচি বেকারির

May 09, 2025 | 6:54 PM

হায়দরাবাদ: পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। যত শিক্ষা দেওয়া হোক না কেন, বাঁদড়ামো কমছে না পাকিস্তানের। তার মধ্যেই দেশের মধ্যেও বাড়ছে ক্ষোভ। পাকিস্তানকে যেন উচিত শিক্ষা দেওয়া হয়, চাইছে দেশবাসী। এই রকম উত্তেজনার আবহেই এবার হায়দরাবাদে বেকারির সামনে বিক্ষোভে নামল দেশবাসী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভারত-পাক যুদ্ধের আবহে করাচি বেকারির সামনে দেখা গেল বিক্ষোভ। করাচি পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক শহর। করাচি বেকারির অনেকগুলি আউটলেট রয়েছে হায়দরাবাদ শহর জুড়ে।

যদিও বেকারির মালিককে হাত জোড় করে বলতে দেখা নাম করাচি বেকারি হলেও এই দোকান এই দেশেরই। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। পিটিআই শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় বেকারির মালিক বলছেন, “১৯৫৩ সালে হায়দরাবাদে করাচি বেকারি প্রতিষ্ঠা করেন খানচাঁদ রামনানি। উনি দেশভাগের সময় ভারতে চলে এসেছিলেন। ৭৩ বছর হয়ে গেছে। আমাদের দাদা দেশভাগের পর ভারতে আসার পর করাচির নামে এর নামকরণ করেছিলেন।”

মুখ্যমন্ত্রীর কাছে করাচি বেকারির নাম না বদলানোর আবেদন জানান তিনি। বলেন, “আমরা মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন নাম পরিবর্তন না করে। শহরজুড়ে বেকারির দোকানগুলিতে মানুষ তেরঙ্গা পতাকা উত্তোলন করছে। দয়া করে আমাদের সমর্থন করুন কারণ আমরা একটি ভারতীয় ব্র্যান্ড, পাকিস্তানি ব্র্যান্ড নই।”

প্রসঙ্গত, পহেলগাঁও অ্যাটাকের পরে ভারত ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করেছে। তারপর থেকেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা চরমে। বারংবার ভারতকে আক্রমণের চেষ্টা করলেও, সেই সব চেষ্টাই ব্যর্থ করেছে সেনা। বরং ভারতের প্রত্যাঘাতে নাজেহাল দশা পাকিস্তানের। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি বাঙ্কারে আশ্রয় নিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিজের দেশের সেনার হাতেই আটক হয়েছেন প্রাক্তন সেনা প্রধান আসিফ মুনিরও।