PM Modi-PT Usha: প্রয়াত পিটি উষার স্বামী, খবর পেয়েই ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী

PT Usha's Husband Passes Away: কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন। ১৯৯১ সালে পিটি উষার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের এক ছেলে রয়েছে। পিটি উষার দীর্ঘ ক্রীড়া কেরিয়ারে তিনি সবসময় স্ত্রীর পাশে ছিলেন। খেলা থেকে অবসরের পর যখন রাজনীতির আঙিনায় প্রবেশ করেন, তখনও পিটি উষাকে সমর্থন করেছিলেন তিনি।

PM Modi-PT Usha: প্রয়াত পিটি উষার স্বামী, খবর পেয়েই ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 30, 2026 | 10:58 AM

নয়া দিল্লি: প্রিয়জনকে হারালেন পিটি উষা। প্রয়াত রাজ্যসভার সাংসদ তথা ক্রীড়াবিদ পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসন। তাঁর প্রয়াণের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করলেন পিটি উষাকে। শোক প্রকাশ করেন তিনি, খোঁজ নেন রাজ্যসভা সাংসদের।

আজ, শুক্রবার ভোরে মৃত্যু হয় ভি শ্রীনিবাসনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। জানা গিয়েছে, এ দিন ভোরে অসুস্থ হয়ে পড়েন শ্রীনিবাসন, বাড়িতেই পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন। ১৯৯১ সালে পিটি উষার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের এক ছেলে রয়েছে। পিটি উষার দীর্ঘ ক্রীড়া কেরিয়ারে তিনি সবসময় স্ত্রীর পাশে ছিলেন। খেলা থেকে অবসরের পর যখন রাজনীতির আঙিনায় প্রবেশ করেন, তখনও পিটি উষাকে সমর্থন করেছিলেন তিনি। পিটি উষাও বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বলেছেন যে তাঁর স্বামী সমর্থনের স্তম্ভ ছিলেন।

এদিন পিটি উষার স্বামীর প্রয়াণের খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিটি উষাকে ফোন করেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন তিনি।