খুব সাবধান! আগামী কয়েকদিন ভুলেও নামবেন না সমুদ্রে, জারি সতর্কতা, কী হল আরব সাগরে?
Arabian Sea: লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমএসসি ইএলএসএ ৩। কোচি থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে জাহাজটি প্রায় ২৬ ডিগ্রি হেলে পরে। জাহাজ থেকে জরুরি সহায়তার বার্তা পৌঁছয় কোস্ট গার্ডের কাছে।

তিরুবনন্তপুরম: সমুদ্রে নামলেই বিপদ। জনগণের জন্য জারি করা হল সতর্কতা। আর্জি জানানো হল কেউ যেন সমুদ্রে না নামেন। যদি সমুদ্রের তীরে কিছু ভেসে আসে, তাহলে অবিলম্বে প্রশাসনকে খবর দিন। কেরল উপকূলে এমনটাই জারি হল সতর্কতা। কিন্তু কেন?
আরব সাগরে ভয়ঙ্কর বিপদে পড়েছিল একটি কন্টেনার জাহাজ। ভার সামলাতে না পেরে, সমুদ্রে একদিকে হেলে যায় জাহাজটি। এরপরই জাহাজে থাকা বেশ কয়েকটি কার্গো কন্টেনার সমুদ্রের জলে পড়ে যায়। আর এতেই বিপত্তি। জানা গিয়েছে, ওই কার্গোতে তেল সহ একাধিক ক্ষতিকারক পদার্থ রয়েছে, যা সমুদ্রে মিশে যাচ্ছে। এর জন্যই সাধারণ মানুষদের সতর্ক করা হয়েছে, তারা যেন সমুদ্রে না যান।
কেরলের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি সমুদ্রের উপকূলে কন্টেনারের কোনও জিনিস ভেসে আসে, তাহলে তা যেন স্পর্শ না করেন। বরং দেখতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। উপকূলে তেলের ফেনাও তৈরি হতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর।
জানা গিয়েছে, কেরল উপকূলের কাছেই আরব সাগরে হেলে পড়ে একটি লাইবেরিয়ান কন্টেনার জাহাজ। খবর পেয়েই উদ্ধার করতে যায় উপকূলরক্ষী বাহিনী। ওই জাহাজে ছিলেন ২৪ জন ক্রু। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।
Update : 21 crew members rescued, 03 crew (Captain, Chief Engg and 2nd Engg) remain onboard to facilitate planned salvage operations. ICG and IN ships along with ICG aircrafts continue to coordinate and monitor the situation. Some containers have fallen due to vessel tilting,… https://t.co/rqIxYVgMLH pic.twitter.com/RYkHgNVPQs
— PRO Defence Kochi (@DefencePROkochi) May 24, 2025
লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমএসসি ইএলএসএ ৩। কোচি থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে জাহাজটি প্রায় ২৬ ডিগ্রি হেলে পরে। জাহাজ থেকে জরুরি সহায়তার বার্তা পৌঁছয় কোস্ট গার্ডের কাছে। দ্রুত পৌঁছে যায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ, লাইফরাফ্ট, এয়ারক্রাফট।
তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় ২১ জন কর্মীদের। তবে জাহাজের ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার এখনও রয়েছেন জাহাজে। উদ্ধারকার্য এবং জাহাজটিকে স্থির করার পরিকল্পনায় ICG এর সঙ্গে কোঅর্ডিনেট করছেন তারা।
জাহাজ থেকে বেশ কয়েকটি কনটেইনার পড়ে গিয়েছে বলেও খবর কোস্ট গার্ড সূত্রে। পড়ে যাওয়া কন্টেনারের রিস্ক ম্যানেজমেন্ট করছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজের আশেপাশে এখনও লাইফরাফট, এবং এয়ারক্রাফট মজুত রেখেছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। ঘটনাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতির উপরে নজরদারি করছেন উপকূলরক্ষা বাহিনীর কর্তারা।

