Pune: ঋণের জালে জর্জরিত স্বামী, ‘ইজ্জত’ দিয়ে মেটাতে হল স্ত্রীকে! গ্রেফতার মাঝবয়সী মহাজন
Pune moneylender rapes woman: পুলিশ জানিয়েছে, এক মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন ওই ব্যক্তি। নির্ধারিত সময়ে সেই টাকা তিনি শোধ করতে পারেননি। এরপর, ধারের টাকা আদায় করতে তাঁদের বাড়িতে হানা দিয়েছিল মহাজন।
পুনে: মণিপুরে তিন মাস ধরে চলা হিংসার মধ্যে যৌন হিংসার বলি হচ্ছেন মহিলারা। দুই মহিলার হেনস্থার এক নক্কার জনক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। অচলাবস্থা চলছে সংসদে। এরই মধ্যে মহিলাদের উপর যৌন হিংসার আরও এক মর্মান্তিক খবর এল মহারাষ্ট্র থেকে। অভিযোগ অত্যন্ত গুরুতর। স্বামীর ধার শোধ করতে না পারার খেসারত দিতে হয়েছে স্ত্রীকে। ঋণদাতার যৌন লালসার শিকার হয়েছেন তিনি। এই বর্বরোটিত ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। ঘটনাটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হলেও, সম্প্রতি ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর, অভিযুক্ত ঋণদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, এক মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন ওই ব্যক্তি। নির্ধারিত সময়ে সেই টাকা তিনি শোধ করতে পারেননি। এরপর, ধারের টাকা আদায় করতে তাঁদের বাড়িতে হানা দিয়েছিল মহাজন। ওই ব্যক্তি জানায়, এই মুহূর্তে তাঁর কাছে ধার শোধ করার মতো টাকা নেই। তিনি আরও কিছু সময় চেয়েছিলেন। কিন্তু, তাঁর আবেদন মানতে চায়নি ৪৭ বছরের ওই ঋণদাতা। অভিযোগ, একটি ধারালো ছুরি নিয়ে ওই ব্যক্তিকে হত্যার হুমকি দেয় সে। এরপর, মাঝবসী ওই মহাজনের চোখ পড়ে তাঁর স্ত্রীর দিকে।
ধার শোধ করতে না পারায়, স্ত্রীকে তাঁর হাতে তুলে দিতে হবে বলে, দাবি করে মহাজন। এরপর, স্বামীর উপস্থিতিতেই উদ্যত ছুরির মুখে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন মহাজন। শুধু তাই নয়, মোবাইল ফোনের ক্যামেরায় ওই অপকর্মের ভিডিয়ো রেকর্ডও করে। পরে, এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে ওই ভিডিয়ো ক্লিপটি পোস্টও করে। তবে, সেটাই তার গ্রেফতারির সহায়ক হয়েছে। ওই ভিডিয়োর ভিত্তিতে মহাজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।