পঞ্জাবেও চালু হল ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’

tista roychowdhury |

Feb 13, 2021 | 3:06 PM

যে কোনও ফেয়ার প্রাইস শপ থেকে রেশন নিতে পারবেন সাধারণ মানুষ

পঞ্জাবেও চালু হল ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড

Follow Us

নয়া দিল্লি: এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও যাতে রেশনের সুবিধা পেতে অসুবিধা না হয়, তার জন্যই ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ সিস্টেম চালু করে মোদী সরকার। এই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ১৩ তম রাজ্য হিসেবে যুক্ত হল পঞ্জাবের নাম। অর্থাৎ ওই রাজ্যের বাসিন্দারা এবার থেকে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ সিস্টেমের সুবিধা পাবেন।

এর আগে দেশের ১২ টি রাজ্য এই তালিকার অন্তর্ভুক্ত ছিল। অন্ধ্র প্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মধ্য প্রদেশ, রাজস্থান, তামিল নাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশে এই সুবিধা পাওয়া যেত। এই পরিষেবার অন্তর্গত হলে সংশ্লিষ্ট রাজ্যের মানুষ দেশের যে কোনও ‘ফেয়ার প্রাইস শপ’ থেকে রেশনের চাল, ডাল বা অন্যান্য খাদ্যদ্রব্য কিনতে পারবেন।

আরও পড়ুন: তৃণমূলের উপর হামলার অভিযোগ আব্বাস সিদ্দিকির দলের বিরুদ্ধে, রণক্ষেত্র মধ্যমগ্রাম

এই ১৩ টি রাজ্যকে মোট ৩৪,৯৫৬ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দিল অর্থ মন্ত্রকের অধীন ‘ব্যয় বিভাগ’ (Department of Expenditure)। এর মধ্যে নতুন যুক্ত হওয়া পঞ্জাবকে ১৫১৬ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যাতে ওই টাকা নিয়ে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ সিস্টেম ভাবে কার্যকর করা সম্ভব হয়।

আরও পড়ুন: ‘বিজেপিতে যোগ দিয়েছি, তাই চাষ করতে দিচ্ছে না’, পুলিশের দ্বারস্থ কৃষক

বিশেষত, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই রেশন ব্যবস্থায় নতুন এই সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ শ্রমিকেরা কাজের সূত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। ফলে, নিজের রাজ্যের রেশন কার্ড ভিনরাজ্যে গিয়ে কাজ না করলে রেশন পেতে সমস্যা হয়। সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

নতুন এই ব্যবস্থায় প্রযুক্তির বন্দোবস্ত করা হয়েছে, যাতে সুবিধা মত দেশের যে কোনও ফেয়ার প্রাইস শপ থেকে নিজের রেশন পাওয়া যায়। ওই সব ফেয়ার প্রাইস শপে থাকবে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস, যাতে সহজেই রেশন কার্ড চিনে নেওয়া সম্ভব।

গত বছরের ডিসেম্বরের মধ্যেই ৯ টি রাজ্যে এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয়। চলতি বছরে আরও চারটি রাজ্যে এই পরিষেবা চালু করা হল।

Next Article