Congress MLA: মাদক মামলায় গ্রেফতার কংগ্রেস বিধায়ক, প্রিজন ভ্যানে ওঠার আগে বললেন, ‘রাজনৈতিক স্বার্থ জড়িয়ে’

Drug Case: তল্লাশি অভিযানের সময় সুখপাল সিং খইরা ফেসবুক লাইভ করেন। সেখানে তাঁকে পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। পুলিশের কাছে তিনি ওয়ারেন্ট দেখতে চান এবং গ্রেফতারির কারণ জিজ্ঞাসা করেন।

Congress MLA: মাদক মামলায় গ্রেফতার কংগ্রেস বিধায়ক, প্রিজন ভ্যানে ওঠার আগে বললেন, 'রাজনৈতিক স্বার্থ জড়িয়ে'
সুখপাল সিং খইরা।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 9:05 AM

চণ্ডীগঢ়: মাদক মামলায় (Drug Case) গ্রেফতার কংগ্রেস বিধায়ক। বৃহস্পতিবার পঞ্জাব পুলিশ কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা(Sukhpal Singh Khaira)-কে গ্রেফতার (Arrest) করে। জানা গিয়েছে, মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। চণ্ডীগঢ়ের সেক্টর-৫ এ তাঁর বাংলোয় তল্লাশি অভিযান চালায় পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে আগেই নারকোটিক্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে মামলা ছিল। ওই পুরনো মামলার সূত্র ধরেই এ দিন  সকালে জালালাবাদ পুলিশ তল্লাশি অভিযান চালায়। তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে, তল্লাশি অভিযানের সময় সুখপাল সিং খইরা ফেসবুক লাইভ করেন। সেখানে তাঁকে পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। পুলিশের কাছে তিনি ওয়ারেন্ট দেখতে চান এবং গ্রেফতারির কারণ জিজ্ঞাসা করেন। ভিডিয়োয় দেখা যায়, ডিএসপি কংগ্রেস নেতাকে বলছেন, পুরনো এনডিপিএস মামলায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে। জবাবে খইরা জানান, ওই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাহলে সেই মামলায় গ্রেফতারি কীভাবে সম্ভব? এই গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেন কংগ্রেস নেতা।

সাদা পোশাকে থাকা পুলিশ আধিকারিকরা কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে যখন বের হচ্ছিলেন, সেই সময় খইরাকে হাসিমুখে সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। প্রিজন ভ্যানে ওঠার আগে তিনি দাবি করেন, গ্রেফতারির পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে।