Viral Video: বাইকের পিছনে বেঁধে মেয়েকে ছেঁচড়ে নিয়ে গেল বাবা, রেললাইন থেকে উদ্ধার দেহ, দেখুন ভিডিয়ো
Punjab Dishonour Killing: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবতীকে একটি মোটরবাইকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিলোমিটার রাস্তা ছেঁচড়ে নিয়ে যায় তার বাবা। স্থানীয় বাসিন্দারাই এই ঘটনার বিষয়ে পুলিশকে খবর দিয়েছিলেন। তাঁরা জানান, ওই ভাবে মোটরবাইকের সঙ্গে বেঁধে মেয়েটিকে রেললাইনের দিকে টেনে নিয়ে গিয়েছিল তার বাবা। পরে, পুলিশ সেখানে তদন্ত করতে গিয়ে ওই যুবতীর মরদেহ খুঁজে পায়।

অমৃতসর: দেশে মহিলা ও মেয়েদের উপর অত্যাচার অব্যাহত। ঘাতকের ভূমিকায় কখনও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, আবার কখনও বা একেবারে পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা। পঞ্জাব থেকে এমনই এক ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি যুবতীকে, তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার মূল্য চোকাতে হল নিজের জীবন দিয়ে। অভিযোগের আঙুল উঠছে তাঁর বাবার দিকে। সম্মান রক্ষার্থে নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটেছে অমৃতসরের মুছাল গ্রাম এলাকায়। প্রাথমিক তদন্তের পর, পুলিশ মনে করছে এটি একটি ‘ডিসঅনার কিলিং’-এর ঘটনা। অর্থাৎ, পারিবারিক সম্মান রক্ষার্থেই মেয়েটিকে হত্যা করেছে তাঁর বাবা।
সূত্রের খবর, মেয়েটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে, তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। একদিন পর অবশ্য তিনি বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু, তাঁকে আর আগের মতো বুকে টেনে নিতে পারেননি তাঁর বাবা। পরিবারের সম্মান ডুবিয়ে দেওয়ার ‘অপরাধে’ তাঁকে কঠোর শাস্তি দেয় তাঁর বাবা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবতীকে একটি মোটরবাইকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিলোমিটার রাস্তা ছেঁচড়ে নিয়ে যায় তার বাবা। স্থানীয় বাসিন্দারাই এই ঘটনার বিষয়ে পুলিশকে খবর দিয়েছিলেন। তাঁরা জানান, ওই ভাবে মোটরবাইকের সঙ্গে বেঁধে মেয়েটিকে রেললাইনের দিকে টেনে নিয়ে গিয়েছিল তার বাবা। পরে, পুলিশ সেখানে তদন্ত করতে গিয়ে ওই যুবতীর মরদেহ খুঁজে পায়।
CCTV footage captures an honor killing incident where a father can be seen dragging his daughter, tying her to his motorcycle. Later, her dead body was found near railway lines. The girl had escaped from home with a guy. https://t.co/ltQx2Bzle5 pic.twitter.com/3XkJVARzAc
— Gagandeep Singh (@Gagan4344) August 10, 2023
দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, মেয়েটিকে মোটরবাইকের সঙ্গে বেঁধে নিয়ে যাচ্ছে তার বাবা। যথেষ্ট গতিতে চলছে মোটরবাইকটি। আর তার পিছনে বাঁধা অবস্থায় রয়েছেন ওই যুবতী। তাঁর পরণে ছিল একটি হলুদ রঙের সালোয়ার কামিজ। আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের উপর মেয়েটির দেহ পড়ে রয়েছে। গোটা গায়ে কাদা মাখা। জায়গায় জায়গায় কেটে গিয়েছে। পরে মেয়েটির বাড়ি গিয়েও এই ঘটনার বিষয়ে তদন্ত করতে দেখা যায় পুলিশ কর্মীদের। মোটরবাইকের পিছনে ছেঁচড়ে নিয়ে যাওয়ার কারণেই মেয়েটির মৃত্যু হয়েছে, নাকি তাঁকে অন্য কোনও উপায়ে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিজের মেয়ের বিরুদ্ধে এমন কাজ করার জন্য তার বাবার তীব্র সমালোচনা করেছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা একযোগে জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্ত বাবার বিরুদ্ধে কটোর পদক্ষেপের দাবি উঠেছে।
