Road accident: পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষ পদক্ষেপ পঞ্জাব সরকারের, পুরস্কৃত করা হবে সাহায্যকারীদেরও
Punjab Government: যে ব্যক্তি পথ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবে তাকেও একটি সার্টিফিকেট এবং ২০০০ টাকা দিয়ে সম্মানিত করা হবে।
চণ্ডীগঢ়: সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। অনেক সময়ই পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া যায় না। টাকার অভাবেই অনেকে চিকিৎসা করাতে পারে না। ফলে সঠিক সময়ে চিকিৎসা দিতে না পেয়ে মৃত্যু হয়। তাই এবার পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশেষ পদক্ষেপ করল ভগবন্ত মানের (CM Bhagwant Mann) সরকার। এবার যে কোনও পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিকভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে পঞ্জাব সরকার (Punjab Government)।
পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং রোড সেফটি নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে পথ দুর্ঘটনায় আহতদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রথম ৪৮ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। তিনি আরও জানান, যে ব্যক্তি পথ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবে তাকেও একটি সার্টিফিকেট এবং ২০০০ টাকা দিয়ে সম্মানিত করা হবে। যে ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসবেন তাকে এব্যাপারে ততক্ষণ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না, যদি না সে নিজেই ঘটনাটি জানাতে চায়।
জনগণকে পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সগুলিকে সর্বদা প্রস্তুত থাকা এবং গাড়ির মধ্যে প্রাথমিক চিকিৎসার কিট রাখার জন্য আবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং। এছাড়া পথ দুর্ঘটনায় আহতদের অবিলম্বে হাসপাতালে পাঠাতে বিশেষ দলও গঠন করছে ভগবন্ত মানের সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমস্ত সরকারি এবং বেসরকারি অ্যাম্বুলেন্স ওলা, উবেরকেও সংযুক্ত করা হবে। এতে দুর্ঘটনার সময় ১৫ মিনিটের মধ্যে যানবাহন পাবেন মানুষ। জাতীয় সড়কের উপর অবস্থিত সরকারি হাসপাতালগুলিকেও চিহ্নিত করছি যাতে সেগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা হয় এবং সকলে বিশ্বমানের চিকিত্সা সুবিধা পেতে পারে।
পঞ্জাবের ADGP অমরদীপ সিং রায় বলেন, পাঞ্জাব দেশের প্রথম রাজ্য হতে চলেছে, যা পথ নিরাপত্তার জন্য একটি বিশেষ দল – রোড সেফটি ফোর্স চালু করেছে। যার অধীনে নতুন হাই-টেক গাড়ি সরবরাহ করা হবে এবং পুলিশ কর্মীদের জন্য আলাদা প্রশিক্ষণ এবং ইউনিফর্ম দেওয়া হবে।