AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: যোগাযোগ ছিল ওপারে, পাঠাতেন তথ্য! সীমান্তে বসেই দেশের বিরুদ্ধে ছক কষছিলেন এই ভারতীয় জওয়ান?

Punjab Police Arrest Indian Army: পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, গুরুপ্রীতের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর চরেদের সঙ্গে দেশের বিভিন্ন গোপন ও সংবেদনশীল তথ্য চালানের অভিযোগ উঠেছে। সূত্র মারফৎ গুরুপ্রীতের এই গোপন 'কারসাজির' খবর পায় পুলিশ।

Indian Army: যোগাযোগ ছিল ওপারে, পাঠাতেন তথ্য! সীমান্তে বসেই দেশের বিরুদ্ধে ছক কষছিলেন এই ভারতীয় জওয়ান?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 24, 2025 | 7:53 AM
Share

পঞ্জাব: তিনি একজন ভারতীয় জওয়ান। সেনায় বহুদিন কর্মরত। সে যে এমন পাকে-চক্রে জড়িয়ে যাবে তা কল্পনাও করেনি পুলিশ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে চরবৃত্তি করার অভিযোগে ভারতীয় সেনার এক জওয়ান গ্রেফতার করল পঞ্জাবের অমৃতসর পুলিশ।

ধৃতের নাম গুরুপ্রীত সিং। তিনি অমৃতসরের ধরিয়ালের বাসিন্দা। বছর কয়েক হল যোগ দিয়েছেন সেনায়। সেই সূত্রেই গ্রেফতারির আগে মোতায়েন ছিলেন জম্মু সেক্টরে। পুলিশের সন্দেহ, সেখানেই পাকিস্তানের চরেদের সঙ্গে আলাপ হয় তার। আর তারপর সেই রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়েন গুরুপ্রীত।

পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, গুরুপ্রীতের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর চরেদের সঙ্গে দেশের বিভিন্ন গোপন ও সংবেদনশীল তথ্য চালানের অভিযোগ উঠেছে। সূত্র মারফৎ গুরুপ্রীতের এই গোপন ‘কারসাজির’ খবর পায় পুলিশ। তারপর তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ধৃত জওয়ানের থেকে উদ্ধার হওয়া মোবাইলে বেশ কয়েকটি ভার্চুয়াল ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা। সম্ভবত, এই ফোন নম্বরগুলি ব্যবহার করেই কোনও রকম প্রমাণ ছাড়াই ISI চরেদের সঙ্গে যোগাযোগ করত সে।

উল্লেখ্য, অমৃতসরের পুলিশ সুপার মনিন্দর সিং জানিয়েছেন, ‘২০১৬ সালে ভারতীয় সেনায় যোগ দেন গুরুপ্রীত। পেশা সূত্রে সীমান্ত সংক্রান্ত নানা সংবেদশীল তথ্য জানতেন তিনি। যা সম্ভবত অর্থের বিনিময়েই তুলে দিতেন পাকিস্তানি চরেদের হাতে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ISI চরদের সঙ্গে যোগাযোগ থাকলেও, কখনও তাদের সঙ্গে আলাপ হয়নি গুরুপ্রীতের। তবে মাস কয়েক আগেই এক দুবাইয়ের মাদক পাচারকারী, যিনি আবার গুরুপ্রীতের গ্রামেরই বাসিন্দা, তার সূত্রে সেই চরেদের সঙ্গে আলাপ-পরিচয় হয় তার।’ কোনও বড় চক্রান্ত সাধনেই কি তবে হয়েছিল সাক্ষাৎ? উঠছে প্রশ্ন।