Punjab: ভারত পাক সীমান্তে টিফিন বোমা উদ্ধার করল পঞ্জাব পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 05, 2021 | 7:12 AM

Punjab Police, বুধবার আলিকে গ্রামে এই থেকে বোমা উদ্ধার করা হয়। তিনজনকে জেরা করার পর গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর জালালাবাদ বিস্ফোরণের সঙ্গেও এদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

Punjab: ভারত পাক সীমান্তে টিফিন বোমা উদ্ধার করল পঞ্জাব পুলিশ
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

চণ্ডীগঢ়: ভারত পাক সীমান্তবর্তী পঞ্জাবের ফিরোজপুর এলাকার এক কৃষি জমিতে বিস্ফোরক ভর্তি টিফিন বক্স উদ্ধার করল পঞ্জাব পুলিশ। জানা কৃষি জমিতে ওই টিফিন বোমা লুকিয়ে রাখা ছিল। পুলিশের সন্দেহ, এই বোমা রাখার ঘটনায় জঙ্গিদের হাত রয়েছে। জঙ্গি হানার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

বুধবার আলিকে গ্রামে এই থেকে বোমা উদ্ধার করা হয়। তিনজনকে জেরা করার পর গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর জালালাবাদ বিস্ফোরণের সঙ্গেও এদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশের ডিজি ইকবাল প্রিত সিং সহটা জানিয়েছেন, সোমবার লুধিয়ানা পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জালালাবাদ বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত রণজিৎ সিং এলিয়াস গোরাকে আশ্রয় দেওয়া এবং যাবতীয় সাহায্য করার অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থা এনআইএ জালালাবাদ বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে। ধৃত দুই ব্যক্তির নাম ফিরোজপুরের বাসিন্দা যশবন্ত সিং এলিয়াস এবং ওয়ালিপুরের বাসিন্দা বলবন্ত সিং। পুলিশের ডিজি জানিয়েছেন রণজিৎ সিং এলিয়াসকেও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে এই তিনজনের থেকে একটি টিফিন বোমা, দুটি পেন ড্রাইভ এবং নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে অভিযুক্তরা ফিরোজপুর এলাকার ওই কৃষি জমিতে আরও একটি বোমা লুকিয়ে রেখেছে। সেই মতই পুলিশের একটি দল বুধবার ওই এলাকায় অভিযান চালিয়ে বোমাটি উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতা অনুসারে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। পুলিশের এডিজি অভ্যন্তরীণ নিরাপত্তা আর এন ধোকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে, আমাদের আশা এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হবে। সোমবার,ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ফাজিলকার জালালাবাদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখার কাছে একটি দুচাকার গাড়িতে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাবের ফাজিলকা এবং ফিরোজপুর জেলার চারটি স্থানে তল্লাশি চালিয়েছিল।

আরও পড়ুন Narendra Modi Kedarnath Visit: ১৩০ কোটির প্রকল্প নিয়ে কেদারনাথে যাচ্ছেন মোদী, দেশবাসীর কল্যাণ কামনায় করবেন ‘মহা রুদ্র অভিষেক’ পুজো

Next Article