Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে ভয় বাড়াচ্ছে ব্রিটেন স্ট্রেন, প্রধানমন্ত্রীর কাছে তরুণদের জন্য টিকা প্রার্থনা মুখ্যমন্ত্রীর

বিভিন্ন রাজ্যে ক্রমশ ভয় বাড়াচ্ছে করোনার (COVID) ব্রিটেন স্ট্রেন।

রাজ্যে ভয় বাড়াচ্ছে ব্রিটেন স্ট্রেন, প্রধানমন্ত্রীর কাছে তরুণদের জন্য টিকা প্রার্থনা মুখ্যমন্ত্রীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 2:48 PM

নয়া দিল্লি: ফের বাড়তে শুরু করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে করোনার মিউটেশনও। বারবার ভিন রূপে হানা দিচ্ছে মারণ ভাইরাস। ভয়ানক রূপ ধারণ করেছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার স্ট্রেন। বিভিন্ন রাজ্যে ক্রমশ ভয় বাড়াচ্ছে করোনার ব্রিটেন স্ট্রেন। তাই উদ্বীগ্ন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তরুণদের টিকা দেওয়ার জন্য।

অমরিন্দর জানিয়েছেন, পঞ্জাবে ৪০১ নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা গিয়েছে, তার মধ্যে ৮১ শতাংশই ব্রিটেন স্ট্রেন। এই বি১১৭ করোনা স্ট্রেন কম বয়সীদের মধ্যেও দ্রুত ছড়াচ্ছে। কোভিশিল্ড ব্রিটেন স্ট্রেনের বিরুদ্ধে পরীক্ষিত। কার্যকরিতা প্রমাণিত হয়েছে তাই প্রধানমন্ত্রীর কাছে তরুণদের জন্য টিকা আবেদন করেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

দেশে ক্রমশ করোনা সংক্রমণের দ্রুততা বাড়ছে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার একাধিক স্ট্রেন। এখন দ্বিতীয় দফার করোনা টিকাকরণ চলছে গোটা দেশজুড়ে। টিকা পাচ্ছেন ষাটোর্ধ্ব প্রবীণ ও ৪৫ বছরের বেশি বয়সীরা, যাঁদের কোমর্বিডিটি রয়েছে। ব্রিটেনে যখন নতুন স্ট্রেনের দাপাদাপি শুরু হয়েছিল তখন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, নতুন এই স্ট্রেন ৭০ শতাংশ বেশি সংক্রামক। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য ব্রিটেন স্ট্রেন দায়ী কি না, এ বিষয়ে এখনও কিছু জানায়নি স্বাস্থ্যমন্ত্রক।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন। যার ফলে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৭৩১। দেশে এখন মোট সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭। গত ২৪ ঘণ্টায় করোনায় মোট প্রাণ হারিয়েছেন ১৯৯ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬ জন। মোট প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ১৬৬ জন। এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ৪ কোটি ৮৪ লক্ষ ৯৪ হাজার ৫৯৪ জন।

আরও পড়ুন: ‘মুখে অ্যাসিড ছুড়ে মারব…’ হমকি চিঠি পাওয়ার বিস্ফোরক অভিযোগ আনলেন সাংসদ