Puri Jagannath Temple VIDEO: পুরীর জগন্নাথ মন্দিরে অশনি সঙ্কেত? হঠাৎ ধ্বজা নিয়ে পালাল ঈগল! তারপর…
Viral Video: ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুরী মন্দিরের চূড়ার চারপাশ দিয়ে উঠছে একটি ঈগল। তার পায়ে ধরা লাল রঙের একটি কাপড়। দেখে মনে হচ্ছে, তা মন্দিরের ধ্বজার কাপড়ই।

ভুবনেশ্বর: অশনী সঙ্কেত নাকি শুভ কিছু হওয়ার লক্ষণ? পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে চলছে চর্চা। এমনিতেই পুরীর এই মন্দিরে প্রচুর নিয়ম-রীতি অনুসরণ করা হয়। যুগ যুগ ধরে সেই নিয়ম পালন করে আসা হয়। অন্যথা হলেই মনে করা হয়, বিপর্যয় ঘটবে। সেই পুরীর জগন্নাথ মন্দির থেকেই নাকি ধ্বজা চুরি!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরী জগন্নাথ মন্দিরের ভিডিয়ো। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুরী মন্দিরের চূড়ার চারপাশ দিয়ে উঠছে একটি ঈগল। তার পায়ে ধরা লাল রঙের একটি কাপড়। দেখে মনে হচ্ছে, তা মন্দিরের ধ্বজার কাপড়ই। কিছুক্ষণ মন্দিরের উপরে পাক দেওয়ার পর তা সমুদ্রের দিকে উড়ে যায় ওই ধ্বজা নিয়ে।
What is going to happen?
Eagle takes away flag from Jagannath Temple pic.twitter.com/0AzUZb1uDE
— Woke Eminent (@WokePandemic) April 13, 2025
এই ভিডিয়োকে ঘিরেই হইচই পড়ে গিয়েছে। কেউ বলছেন, ঈগল এসে মন্দিরের ধ্বজা নিয়ে চলে গিয়েছে, এটা অশনী সঙ্কেত। বড় কোনও বিপর্যয় আসতে চলেছে। কেউ আবার বলছেন, মোটেও অশুভ নয়, বরং শুভ কিছু হওয়ার ইঙ্গিত এটা। গড়ুড় দেবতা যেন নিজে এসেছিলেন জগন্নাথের আশীর্বাদ নিতে। ভাল সময় আসছে। জগন্নাথ বিশ্বের জন্য বার্তা পাঠাচ্ছে।
প্রসঙ্গত, বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের উপরে কোনও পাখিও ওড়ে না। সেখানেই ঈগলের ওড়া এবং ধ্বজা নিয়ে চলে যাওয়া নিয়ে জোর চর্চা-বিতর্ক শুরু হয়েছে। যদিও পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি যে এটি মন্দিরেরই ধ্বজা ছিল নাকি সাধারণ কোনও কাপড়ের টুকরো।

