এবার রথযাত্রায় পুরীতে জারি থাকছে কার্ফু

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 10, 2021 | 1:42 PM

রথযাত্রার আগের দিন অর্থাৎ ১১ জুন রাত ৮টা থেকেই পুরীতে জারি হচ্ছে কার্ফু (Curfew)। এ বছর রথযাত্রা ১২ জুলাই। কার্ফু জারি থাকবে ১৩ তারিখ রাত ৮টা পর্যন্ত।

এবার রথযাত্রায় পুরীতে জারি থাকছে কার্ফু
ছবি: টুইটার

Follow Us

পুরী: কোনও রকম ঝুঁকি নেওয়া হয়নি এবারও। সমগ্র ওড়িশাতেই বাতিল রথযাত্রা (Rath Yatra)। নিয়ম মেনে পুজো হবে পুরীর জগন্নাথের মন্দিরে। তবে ভক্ত সমাগমের অনুমতি মেলেনি। মন ভার অজস্র ভক্তের। সারা দেশেই চোখ রাঙাচ্ছে করোনা। সম্প্রতি করোনার (Covid) গ্রাফ সামান্য নীচে নামলেও এখনই চিন্তা মুক্ত হওয়া যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে রথযাত্রার আয়োজন করা মনে বিপদ ডেকে আনা।

মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে কড়া পদক্ষেপ সরকারের। রথযাত্রার আগের দিন অর্থাৎ ১১ জুন রাত ৮টা থেকেই পুরীতে জারি হচ্ছে কার্ফু। এ বছর রথযাত্রা ১২ জুলাই। প্রতিবার এই দিনটিতে বহু ভক্ত পুরীতে যান। সারা ওড়িশা রাজ্যে ঘটা করে পালিত হয় রথযাত্রা উৎসব। রথ টানতে ভিড় করেন অগুনিত ভক্ত। তবে করোনার দাপটের কারণে গত বছরও রথযাত্রার অনুমতি দেওয়া হয়নি। কার্ফু জারি থাকবে ১৩ তারিখ রাত ৮টা পর্যন্ত।

গতবারের মতো এবারও করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গেল রথযাত্রা। সেই কারণে যেসব পর্যটকরা পুরীতে আছেন তাদের ১০ তারিখের মধ্যেই শহর ছড়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। এর আগেও কয়েকবার নানা কারণে বাতিল হয়েছিল পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব ঠিক থাকলে আগামীবার রথযাত্রার অনুমতি মিলতে পারে।

আরও পড়ুন: মর্মান্তিক, সদ্যজাতর পরিবারের কাছ থেকে টাকা না পেয়ে যা করলেন বৃহন্নলা

Next Article