One Husband Two Wives: একটানা তিন দিনের পর আর পারেন না স্বামী, বৌয়ের থেকে সপ্তাহে একদিন ছুটিও নেন!
Lifestyle News: সম্পত্তি ভাগাভাগি হওয়ার বিষয়ে অনেকেই শুনে থাকেন। তেমনই অফিসে কাজের শিফ্টও! এখানে স্বামীর ভাগ-বাটোয়ারা। আর এই ভাগাভাগি কোনও পঞ্চায়েত কিংবা শুধুমাত্র পরিবারের ইচ্ছেতেই নয়। বরং পুলিশের পরিবার পরামর্শ কেন্দ্রে হয়েছে! প্রেম দিবসে 'প্রেমের' ভাগাভাগি!

সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে। কিছু মানুষের কাছে তা মজার ঘটনাও মনে হতে পারে। চমকে দেওয়া ঘটনাও বলা যায়। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যা চমকে দেওয়ার মতো। আবার মজারও হতে পারে। সম্পত্তি ভাগাভাগি হওয়ার বিষয়ে অনেকেই শুনে থাকেন। তেমনই অফিসে কাজের শিফ্টও! এখানে স্বামীর ভাগ-বাটোয়ারা। ঘটনাটি বিহারের পূর্ণিয়া জেলার। আর এই ভাগাভাগি কোনও পঞ্চায়েত কিংবা শুধুমাত্র পরিবারের ইচ্ছেতেই নয়। বরং পুলিশের পরিবার পরামর্শ কেন্দ্রে হয়েছে! প্রেম দিবসে ‘প্রেমের’ ভাগাভাগি! জেনে নেওয়া যাক, পুরো বিষয়টি।
এক স্বামী। তাঁর দুই স্ত্রী। স্বামী কার সঙ্গে থাকবেন! এর উপায় বের হয়েছে। দুই স্ত্রীও মেনে নিয়েছেন সেই সিদ্ধান্ত। সপ্তাহে সাত দিন। স্বামীর সঙ্গে তিনদিন থাকবেন প্রথম স্ত্রী, পরবর্তী তিনদিন দ্বিতীয় স্ত্রী। দুই স্ত্রীর একদিন করে উইকঅফ! স্বামীও পুলিশের সামনে এই নিয়ম মেনে নিয়েছেন। বিহারে পুলিশ সুপার কার্তিকেয় শর্মার তদারকিতে পরিবার পরামর্শ কেন্দ্র চলছে। সেখানেই ভ্যালেন্টাইন্স ডে-তে এই মামলা এসেছে। এমনকি অনেক স্বামী-স্ত্রী যাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন, এক হয়েছেন।
এরকম নানা কেসের মাঝেই থানায় এক মহিলা অভিযোগ করেন যে তাঁর স্বামী ছেড়ে দিয়েছে এবং কোনও টাকা পয়সাও দেন না। যেহেতু পারিবারিক ঘটনা তাই, পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্রে পাঠানো হয় মামলাটি। সেই ব্যক্তিকে পরামর্শ কেন্দ্রে ডেকে পাঠানো হয়। স্বামী-স্ত্রী দু-জনেই হাজির হন। এর মাঝেই সেই মহিলা অভিযোগ করেন সাত বছর আগেই তাঁকে ডিভোর্স না দিয়েই স্বামী আর একটি বিয়ে করেছেন। এমনকি তাঁর থেকে বিষয়টি লুকিয়েও রেখেছিলেন।
সেই মহিলা আরও অভিযোগ করেন, তাঁদের বাচ্চা রয়েছে এবং তাঁর পড়াশোনার খরচও দেন না স্বামী। নতুন বৌয়ের সঙ্গেই থাকেন। আরও অভিযোগ, স্বামীকে তাঁর কাছে আসতে দেন না নতুন স্ত্র। সব কিছুর মাঝে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। দুই মহিলাকে ঝামেলা করতে দেখে ভয় দেখান, তোমাদের স্বামীকে জেলে পাঠানো হবে।
সেই ব্যক্তি এবং দুই স্ত্রী মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেন প্রথম স্ত্রীর সঙ্গে স্বামী চারদিন থাকবেন, সপ্তাহের বাকি তিনদিন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। কিন্তু এই চারদিন থাকা নিয়েও ফের বিবাদে জড়ান দুই স্ত্রী। এরপরই পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানানো হয়, স্বামীকে এক দিন ছুটি হবে। অর্থাৎ তিন দিন প্রথম স্ত্রী, তিন দিন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকবেন স্বামী। একদিন ছুটি। সেই দিনটা নিজের ইচ্ছে মতো কাটাতে পারবেন স্বামী। কোনও স্ত্রীর সঙ্গে থাকবেন কি না, সেটাই একান্তই তাঁর সিদ্ধান্ত। বাচ্চাদের পড়াশোনার জন্য প্রথম স্ত্রীকে মাসে চার হাজার টাকাও দিতে হবে। দুই পক্ষের সম্মতিতেই এমন সিদ্ধান্ত।





