নয়া দিল্লি: জোট-জটিলতা যাই থাক, সংসদে তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলকে পাশে নিয়েই চলবে কংগ্রেস। দিল্লিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বলে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ রাহুল গান্ধী। এদিনের বৈঠকে উঠলই না বামেদের প্রসঙ্গ। আপাতত রাজ্য রাজনীতিতে তৃণমূল বিরোধিতায় সায় হাই কমান্ডের। তবে বিধানসভা নির্বাচনে জোট সমীকরণ কী হবে তা আরও পরে ঠিক হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।
সূত্রের খবর, এদিনের বৈঠকে রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করে প্রদেশ নেতৃত্বর একাংশ দাবি করেন, বাংলায় তৃণমূলের বিরোধিতা আর সংসদে তৃণমূলকে পাশে নিয়ে চলার ফলে বাংলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাহুল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা সম্পূর্ণ অন্য। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংসদে কোনও দল পাশে দাঁড়ালে, প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস তাকে সঙ্গে নিয়ে চলতে বাধ্য বলেই মন্তব্য করেছেন তিনি।
আপাতত পশ্চিমবঙ্গের কংগ্রেসের সংগঠনের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে দলিত এবং সংবিধান বিরোধী স্লোগান যেভাবে ডিভিডেন্ড দিয়েছে, সেইভাবে বাংলাতেও ইস্যু নির্দিষ্ট করে কংগ্রেসকে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে হাই কমান্ড।
তবে দলীয় কোন্দল ফের একবার সামনে চলে এল বৈঠকেও। এদিনের বৈঠকে মনোজ চক্রবর্তীর মতো সিনিয়র নেতাদের না ডাকা নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। যদিও প্রদেশ নেতৃত্বের তরফে জানানো হয় এদিনের বৈঠকের জন্য মোট ৫৫ জনের তালিকা চূড়ান্ত হয়েছিল। যার মধ্যে মনোজ চক্রবর্তী-সহ অধীর ঘনিষ্ঠ নেতাদের নামও ছিল। তাদের বৈঠক সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু তাঁরা আসেননি। এদিনের বৈঠকে মোট ২৮ জন প্রদেশ কমিটির নেতা উপস্থিত ছিলেন। ২৮ জন নেতাকেই রাহুল গান্ধীর সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়।
জানা গিয়েছে, এদিন আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন রাহুল গান্ধী। বৈঠকে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দিল্লিতে এআইসিসি-র নতুন সদর দফতরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার আবেদন জানান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। সূত্রের খবর, রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি এবং প্রিয়াঙ্কা গান্ধী আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চান। কবে, কখন তিনি দেখা করবেন সে বিষয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।