
আরারিয়া: কিছুদিন আগেই বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর এই যাত্রাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারে ভোট প্রচারে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ভোটের অধিকার পাইয়ে দিতেই এই যাত্রা করেছেন রাহুল। একইসঙ্গে তিনি বলেন, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন অনুপ্রবেশকারীদের বিতাড়ন করার ভোট।
এদিন সমষ্টিপুর ও আরারিয়ায় বিজেপির জনসভায় অমিত শাহ রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাকে নিশানা করে বলেন, “সম্প্রতি রাহুলবাবা এসেছিলেন। এখানে একটা যাত্রা করেন। কারণ নির্বাচন কমিশন ভোটার তালিকা অনুপ্রবেশকারীদের বাদ দিচ্ছে। ভোটারদের অধিকারের জন্য ওই যাত্রা করেননি রাহুল। অনুপ্রবেশকারীদের ভোটের অধিকার দিয়ে সুরক্ষিত করাই তাঁর উদ্দেশ্য।”
এরপরই তিনি বলেন, “রাহুল ও লালুপ্রসাদের কাছে এই নির্বাচন তাঁদের দলকে জেতানোর জন্য। লালুর পুত্রকে মুখ্যমন্ত্রী করার জন্য। কিন্তু, বিজেপি কর্মীদের কাছে এই নির্বাচন অনুপ্রবেশকারীদের বিতাড়ন করার জন্য। আপনারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিকে জেতান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিহারের পবিত্র মাটি থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়নের জন্য কাজ করব আমরা।”
লালুপ্রসাদ যাদবরা বিহারকে লুঠ করেছেন বলে আক্রমণ করেন শাহ। সমর্থকদের উদ্দেশে বলেন, “বিহারে আবার জঙ্গলরাজ ফেরত আসা রুখতে হবে সবাইকে। নীতীশ কুমারের আমলে রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। লালু ও নীতীশের আমলের বিরাট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।”
গতকাল বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ প্রকল্প চালু হয়েছে। নয়াদিল্লি থেকে বিহার সরকারের এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রকল্পের সূচনা করে নীতীশ কুমার সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদী। এবার নীতীশ কুমারের প্রশংসা করলেন শাহ।