
নয়াদিল্লি: এবারের বাজেটে রেলের জন্য বরাদ্দ কী বাড়বে? রেলের কোন কোন বিষয়ে জোর দেওয়া হবে? শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের আগে এই নিয়ে জোর জল্পনা ছিল। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট নিয়ে উচ্ছ্বসিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের আগামী লক্ষ্যগুলি জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গে এই বাজেটকে চমৎকার জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানালেন।
২০২৪ সালে তৃতীয় মোদী সরকার গঠনের পর জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। গতবছর রেলের জন্য ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন তিনি। এবার বরাদ্দ বাড়বে বলে আশা করেছিলেন অনেকে। তবে এদিন বাজেট পেশের গত বছরের মতোই ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বরাদ্দ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ট্রেনযাত্রায় নিরাপত্তার কথা উল্লেখ করেন নির্মলা।
কেন্দ্রীয় বাজেটে এই বরাদ্দ নিয়ে যারপরনাই খুশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “রেলওয়ের জন্য বড় বরাদ্দ। নতুন লাইনের কাজ হবে। সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। গত বছর সুরক্ষায় ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা হয়েছে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা।” যাত্রীদের সুরক্ষায় বড় পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে অশ্বিনী বৈষ্ণব বলেন, বিকশিত ভারতের রোডম্যাপ হল কেন্দ্রীয় বাজেট। আগামী দুই-তিন বছরের মধ্যে দেশে ২০০টি নতুন বন্দেভারত এক্সপ্রেস, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত র্যাপিড ট্রেন, ১৭ হাজার ৫০০টি সাধারণ নন এসি কোচের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।