AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: ‘রাজ্য জমি না দেওয়াতেই…’, সংসদে কল্যাণকে কড়া জবাব রেলমন্ত্রী বৈষ্ণবের

Ashwini Vaishnaw on rail project in Bengal: কল্যাণের প্রশ্নের এদিন লিখিত জবাব দিলেন রেলমন্ত্রী। সেখানে অশ্বিনী বলেন, কলকাতায় মেট্রো প্রকল্প শুরু হয় ১৯৭২ সালে। আর ২০১৪ সাল পর্যন্ত ৪২ বছরে মেট্রো সম্প্রসারণ হয় ২৮ কিমি। সেখানে ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১ বছরে ৪৫ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে।

Ashwini Vaishnaw: 'রাজ্য জমি না দেওয়াতেই...', সংসদে কল্যাণকে কড়া জবাব রেলমন্ত্রী বৈষ্ণবের
অশ্বিনী বৈষ্ণব (বাঁদিকে), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ডানদিকে)Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 6:06 PM
Share

কলকাতা ও নয়াদিল্লি: বাংলায় রেল ও মেট্রোর প্রকল্পের জন্য রাজ্য সরকারের সাহায্য পাওয়া যায় না বলে একাধিকবার সরব হয়েছে রেল মন্ত্রক। রাজ্যের সহযোগিতা না পাওয়ায় একাধিক প্রকল্প আটকে রয়েছে বলেও অভিযোগ। এবার সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে সেটাই তুলে ধরলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার সংসদে তিনি বলেন, রাজ্য সরকার জমি না দেওয়ায় মেট্রো প্রকল্প থেকে রেললাইনের কাজ আটকে রয়েছে বাংলায়। একইসঙ্গে রাজ্যে যে মেট্রো এবং রেল প্রজেক্টগুলো চলছে, সেগুলির কী অবস্থা, সেটাও লিখিত আকারে জানিয়ে দিলেন রেলমন্ত্রী।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর কাছে একাধিক প্রশ্ন রেখেছিলেন। কল্যাণ জানতে চেয়েছিলেন, কলকাতা ও শহরতলির মধ্যে কি মেট্রো পরিষেবা সম্প্রসারণের প্রস্তাব রেখেছে কেন্দ্র? জোকা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা কবে শুরু হবে, তাও জানতে চান তৃণমূল সাংসদ। হাওড়া থেকে শ্যাওড়াফুলি মেট্রো সম্প্রসারণের পূণাঙ্গ প্রোজেক্ট প্ল্যানও জানতে চান তিনি। এছাড়া মেট্রো সম্প্রসারণ নিয়ে অন্যান্য প্রস্তাবিত প্রকল্পের বর্তমান অবস্থার কথাও জানতে চান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

কল্যাণের প্রশ্নের এদিন লিখিত জবাব দিলেন রেলমন্ত্রী। সেখানে অশ্বিনী বলেন, কলকাতায় মেট্রো প্রকল্প শুরু হয় ১৯৭২ সালে। আর ২০১৪ সাল পর্যন্ত ৪২ বছরে মেট্রো সম্প্রসারণ হয় ২৮ কিমি। সেখানে ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১ বছরে ৪৫ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে।

এরপরই মেট্রো প্রকল্পের কাজ জমি না পাওয়ায় আটকে থাকার কথা বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, কলকাতা ও তার আশপাশে এই মুহূর্তে ৫২ কিমির ৪টি মেট্রো করিডরের কাজ চলছে। এর মধ্যে রাজ্য সরকারের জমি অধিগ্রহণ সমস্যার জন্য ২০ কিমির কাজ আটকে রয়েছে। চিংড়িঘাটা ক্রসিং-সহ বিভিন্ন জায়গায় মেট্রোর কাজ থমকে থাকার জন্য রাজ্যের দিকেই আঙুল তুললেন রেলমন্ত্রী। চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর কাজের জন্য রাজ্য সরকার ও কলকাতা পুলিশের সঙ্গে অনেকবার বৈঠক হয়েছে। ১০ মাস পরও এনওসি পাওয়া যায়নি বলে রেলমন্ত্রী জানান। মূলত রাজ্যের অসহযোগিতাতেই যে মেট্রো ও রেলের বিভিন্ন প্রকল্প থমকে রয়েছে, এদিন লিখিত জবাবে তা স্পষ্ট করে দেন অশ্বিনী বৈষ্ণব।