Railway Minister: ট্রেনে চেপে কাশ্মীর উপত্যকায়, চলতি বছরের শেষেই ‘স্বপ্ন পূরণের’ আশ্বাস রেলমন্ত্রীর
উধমপুর-বারামুল্লা রেললাইন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কাশ্মীর উপত্যকায় এসেছেন রেলমন্ত্রী।
শ্রীনগর: ট্রেনে চেপে পৌঁছে যাওয়া যাবে কাশ্মীর উপত্যকায় (Kashmir)। ভারতের অন্য অংশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্থাপন হবে কাশ্মীরের। আর তা হতে পারে চলতি বছরের শেষে কিংবা পরের বছরের শুরুতে। এমনই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কাশ্মীর উপত্যকার আবহাওয়া ও ঠান্ডার কথা মাথায় রেখে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়েও পদক্ষেপ করছে রেলমন্ত্রক।
উধমপুর-বারামুল্লা রেললাইন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কাশ্মীর উপত্যকায় এসেছেন রেলমন্ত্রী। চেনাব নদীর উপর দেশের সবচেয়ে বড় রেলসেতু হচ্ছে এই রেললাইনে। রেলসেতুর উপর সিঙ্গল লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। এবং ট্রায়াল রানও কিছুদিন আগে সম্পন্ন হয়েছে। শনিবার রেলমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বর কিংবা সামনের বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে উপত্যকার সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হবে।
দেশে কিছুদিন আগেই একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলতে শুরু করেছে। কাশ্মীর উপত্যকায় যাওয়ার জন্যও বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হচ্ছে। তবে কাশ্মীরের আবহাওয়া ও ঠান্ডার কথা মাথায় রেখে বিশেষ ভাবে বানানো হবে এই বন্দে ভারত এক্সপ্রেস। রেলমন্ত্রী জানান, ঠান্ডা ও তুষারাবৃত এলাকায় চলার জন্য বিশেষভাবে বানানো হবে বন্দে ভারত এক্সপ্রেস।
Inspected the ‘first station of India’ at Baramula.
Purchased local products at ‘One Station One Product’ stall. pic.twitter.com/yR7NsGKfXo
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 25, 2023
অশ্বিনী বৈষ্ণব বলেন, “উপত্যকায় বরফ পড়ে। সেইমতো ট্রেন তৈরি করা হবে। এতে কামরা গরম রাখার ব্যবস্থা থাকবে। পরের বছরের মাঝামাঝি ওই ট্রেনটি কাশ্মীর উপত্যকায় দেখা যাবে।”
ভারতের অন্য অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে রেলের মাধ্যমে জুড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন বলে রেলমন্ত্রী জানান। এমনকি, সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করায়ও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে যাত্রীরা যাতে সর্বোৎকৃষ্ট পরিষেবা পান, সেদিকে নজর রাখতে বলেছেন।
অশ্বিনী বৈষ্ণব জানান, প্রতিদিন দেশে ১৩ কিমি রেলপথ তৈরি হচ্ছে। বারামুল্লা ছাড়িয়ে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা পর্যন্ত রেলপথ বিস্তারের আশ্বাস দিলেন রেলমন্ত্রী।