AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train: বড় পরিবর্তন আনল রেল, এবার মন দিয়ে ট্রেন চালাবেন চালকরা

নতুন নির্দেশিকা অনুসারে, এখন ট্রেন চালু হওয়ার আগে, ALP তার ডায়েরিতে শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইঞ্জিন নম্বর, ট্রেন নম্বর, চালকের নাম এবং গতি সম্পর্কিত তথ্য লিখবে।

Train: বড় পরিবর্তন আনল রেল, এবার মন দিয়ে ট্রেন চালাবেন চালকরা
ফাইল ফোটো
| Updated on: May 14, 2025 | 11:45 PM
Share

নয়া দিল্লি: ট্রেনযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ট্রেন চালকদের উপর আর কোনও অতিরিক্ত কাজের চাপ থাকবে না। লোকো পাইলট ও সহকারী লোকো পাইলট এবার শুধুমাত্র ট্রেন চালানোতেই মন দিতে পারবে। কোনও অপ্রয়োজনীয় কাগজপত্রের দায়িত্ব থাকবে না।

আদতে রেল মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। এবার থেকে লোকো পাইলটদের আর ডায়েরিতে প্রতিটি স্টেশনের সময় লিপিবদ্ধ করতে হবে না।

রেল মন্ত্রক সম্প্রতি সমস্ত জোনে একটি নতুন সার্কুলার পাঠিয়েছে যাতে বলা হয়েছে যে এখন থেকে ALP-কে শুধুমাত্র সেই স্টেশনগুলির সময় লিখতে হবে যেখানে ট্রেন থামার কথা আছে। যে সব মধ্যবর্তী স্টেশনে ট্রেন থামে না, সেখানে সময় লেখার দরকার নেই। এতদিন পর্যন্ত, ALP-কে প্রতিটি স্টেশনের সময় তার ‘ক্রু ডায়েরি’ বা ‘লগ বই’-এ লিখতে হত।

নতুন নির্দেশিকা অনুসারে, এখন ট্রেন চালু হওয়ার আগে, ALP তার ডায়েরিতে শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইঞ্জিন নম্বর, ট্রেন নম্বর, চালকের নাম এবং গতি সম্পর্কিত তথ্য লিখবে।

রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (AILRSA)-এর সভাপতি আর. কুমারেসন। তিনি দাবি করেছেন, সাপ্তাহিক ছুটি এবং টানা দু রাতের ডিউটি ​​সংক্রান্ত সমস্যাগুলিও এবার দ্রুত সমাধান করা উচিত।