Rajasthan Congress Leaders: ‘পুরুষের রাজ্য রাজস্থান’, ধর্ষণে এক নম্বর হওয়ায় যুক্তি মন্ত্রীর
Rajasthan Congress Leaders: রাজস্থানে ধর্ষণ নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিরূপ মন্তব্য কংগ্রেসের মন্ত্রীর। তিনি বলেন, "পুরুষের রাজ্য রাজস্থান।"
জয়পুর: রাজস্থানে পুরুষের দৌরাত্ম। তাই হয়তো ধর্ষণের নিরিখে এক নম্বরে রয়েছে এই রাজ্য। এমনটাই মত রাজস্থানেরই মন্ত্রী শান্তিকুমার ধারিওয়ালের। সেই মত পোষণ করলেন বিধানসভায় দাঁড়িয়ে! তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে। শুধু শান্তিকুমারই নন। তাঁর বক্তব্যের পর বিধানসভায় উপস্থিত বাকি বিধায়করা হাসতে শুরু করেন। গত ৯ মার্চ রাজস্থানের বিধানসভায় গোটা দেশের ধর্ষণের পরিস্থিতি তুলে ধরেন রাজস্থানের অশোক গেহলটের মন্ত্রিসভার সদস্য শান্তিকুমার ধারিওয়াল। সেই সময় একটি নথি দেখে পাঠ করতে গিয়ে অবাক হন। ধর্ষণের মামলায় রাজস্থান দেশের মধ্যে এক নম্বরে। তিনি বলেন, “…ধর্ষণে রাজস্থান ১ নম্বরে। কিন্তু এরকম কেন?…পুরুষের জায়গা এই রাজস্থান। এটা নিয়ে আমরা কি করতে পারি?”
এদিকে ধারিওয়ালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সুর চড়িয়েছে বিজেপিও। প্রশ্ন উঠেছে, অশোক গেহলটের মন্ত্রিসভার সদস্য হয়ে কংগ্রেস নেতা কীভাবে ধর্ষণ নিয়ে এহেন মন্তব্য করতে পারেন। রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, “নির্লজ্জভাবে স্বীকার করে নিচ্ছেন ধর্ষণে এক নম্বরে রয়েছে রাজস্থান। পুরুষের নামে নারীদের প্রতি এহেন কুরুচিপূর্ণ মন্তব্য শুধু মহিলাদের অপমানই নয়, পুরুষের মর্যাদাও ক্ষুন্ন করেছে।” তবে এখনও ধারিওয়ালের এই মন্তব্যে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এর আগেও রাজস্থানের এক কংগ্রেস নেতাকে নারীবিদ্বেষী মন্তব্য করতে দেখা গিয়েছে।
#WATCH | Rajasthan Minister Shanti Kumar Dhariwal says in Assembly, “…We are number 1 when it comes to rape cases. Why is it so?…Rajasthan has been a land of men. What we can do about it?…” (09.03.2022)
(Source: Rajasthan Assembly) pic.twitter.com/cqSSybvaSC
— ANI (@ANI) March 10, 2022
২০২১ সালের অক্টোবর মাসে শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোস্তারা মহিলা কর্মীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। নারীদের ক্ষমতায়ন সম্পর্কিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। কর্মক্ষেত্রে নারীদের হেয় করে দোস্তারা বলেন, “আমার বিভাগের প্রধান হিসাবে, আমি অবশ্যই বলতে চাই যে যে স্কুলে বেশি মহিলা কর্মী রয়েছে, বিভিন্ন কারণে ঝগড়া হতে বাধ্য। কখনও আমি দেখি স্কুলের প্রিন্সিপাল স্যারিডন (মাথা ব্যথা নিরাময়ের ওষুধ) নিচ্ছেন, কখনও মহিলা শিক্ষকরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বা বদলির জন্য নিজেদের মধ্যে লড়াই করছেন।” এবার ধর্ষণ নিয়ে এহেন মন্তব্য করায় চর্চায় কংগ্রেসের মন্ত্রী ধারিওয়াল।