AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাক অধিকৃত কাশ্মীর এক দিন ভারতের হবে: রাজনাথ সিং

Rajnath Singh: প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আজ দেশে ১৬,০০০ এরও বেশি এমএসএমই প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত। এই ছোট কোম্পানিগুলি আমাদের সরবরাহ শৃঙ্খলের মেরুদণ্ড হয়ে উঠেছে।

পাক অধিকৃত কাশ্মীর এক দিন ভারতের হবে: রাজনাথ সিং
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংImage Credit: PTI
| Updated on: May 29, 2025 | 5:57 PM
Share

পাক অধিকৃত কাশ্মীর এক দিন ভারতের হবে। সিআইআই (ভারতীয় শিল্প কনফেডারেশন) বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর গলায় শোনা গেল এমনই সুর। তিনই জানান, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা অবশ্যই একদিন ভারতের মূলধারায় ফিরে আসবে। সেখানকার বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে সংযোগ অনুভব করেন বলেও জানান রাজনাথ।

রাজনাথ সিং বলেন, “পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারী আমাদের ভাইদের অবস্থা বীর যোদ্ধা মহারাণা প্রতাপের ছোট ভাই শক্তি সিংয়ের মতোই। ছোট ভাই আলাদা হয়ে যাওয়ার পরেও, বড় ভাই তার উপর বিশ্বাস রেখেছিল। ভুল পথ ছেড়ে নিজেই সঠিক পথে আসবে। ভারত সবসময় হৃদয় সংযোগের কথা বলে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন আমাদের নিজস্ব অংশ POK ফিরে আসবে।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি পাক অধিকৃত কাশ্মীরের (POK) মানুষ আমাদের পরিবারের অংশ। আমরা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের সংকল্পের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

রাজনাথ জানান, ১০-১১ বছর আগে, প্রতিরক্ষা উৎপাদন ছিল ৪৩,৭৪৬ কোটি টাকা। আজ তা ১,৪৬,০০০ কোটি টাকার রেকর্ড অঙ্ক অতিক্রম করেছে। গর্বের বিষয়, বেসরকারি খাত এতে ৩২,০০০ কোটি টাকারও বেশি অবদান রেখেছে। ১০ বছর আগে এক হাজার কোটি টাকারও কম ছিল প্রতিরক্ষা রপ্তানি। আজ তা ২৩,৫০০ কোটি টাকার রেকর্ডে পৌঁছেছে। কেবল অস্ত্র নয়, আমাদের সিস্টেম, সাব-সিস্টেম, উপাদান এবং পরিষেবাগুলিও বিশ্বের ১০০ টিরও বেশি দেশে পৌঁছে যাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আজ দেশে ১৬,০০০ এরও বেশি এমএসএমই প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত। এই ছোট কোম্পানিগুলি আমাদের সরবরাহ শৃঙ্খলের মেরুদণ্ড হয়ে উঠেছে। এগুলো কেবল আমাদের আত্মনির্ভরতার যাত্রাকে শক্তিশালী করছে না বরং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও করছে।