নয়া দিল্লি : বর্ডার রোড অর্গানাইজ়েশন (BRO) ২৭ টি প্রকল্পের উদ্বোধন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Union Defense Minister Rajnath Singh)। মঙ্গলবার ওই উদ্ধোধনী কর্মসূচিতে প্রতিরক্ষা মন্ত্রী আরও জোর দেন সীমান্তবর্তী এলাকায় সড়ক যোগাযোগ আরও উন্নত করার দিকে। তিনি বলেন, “আজ যখন চারিদিকে অনিশ্চয়তার বাতাবরণ, তখন কোনও ধরনের সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।” এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় সড়ক যোগাযোগ উন্নত থাকলে নিঃসন্দেহে তা বাড়তি সুবিধা পাওয়া যায়।
রাজনাথ সিং বলেন, “বর্তমান অনিশ্চিত পরিবেশে, যে কোনও ধরনের সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই ধরনের পরিস্থিতি আমাদের এই সীমান্তবর্তী এলাকার উন্নয়নে আরও বেশি জোর দেওয়া প্রয়োজন। এটা গর্বের বিষয় যে এই উন্নয়নে সহযোগিতার জন্য আমাদের সঙ্গে বর্ডার রোড অর্গানাইজ়েশন রয়েছে। এই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক দক্ষ সংস্থা হল বর্ডার রোড অর্গানাইজ়েশন।”
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নের প্রক্রিয়ায় কিছু বিশেষ চাহিদা রয়েছে যা যত্ন নিয়ে দেখা দরকার। আমরা সেই চাহিদাগুলির প্রতি আরও জোর দিয়েছি এবং একেবারে তৃণমূল স্তরে সেগুলি নিয়ে কাজ করেছি। আমরা দেখেছি যে এই অঞ্চলগুলিতে আরও বেশি মূলধনের বিনিয়োগ প্রয়োজন।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর ভাষণে ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে সড়ক যোগাযোগের গুরুত্বের কথাও তুলে ধরেন। প্রতিরক্ষা মন্ত্রী সেই সঙ্গে লাদাখের প্রসঙ্গও তুলে ধরেন। বলেন, দক্ষিণ লাদাখের উমলিং পাসে ১৯ হাজার ফুট উচ্চতায় বর্ডার রোড অর্গানাইজ়েশন দ্বারা নির্মিত রাস্তাটি বিশ্বের সর্বোচ্চ গাড়ি যাতায়াতের সড়ক।
তিনি বলেন, “দক্ষিণ লাদাখের উমলিং পাসে ১৯ হাজার ফুট উচ্চতায় নির্মিত রাস্তাটি এখন বিশ্বের সর্বোচ্চ মোটর গাড়ি যাওয়ার যোগ্য সড়কে পরিণত হয়েছে। এই রাস্তাটি কেবল সশস্ত্র বাহিনীর দ্রুত যাতায়াতের ক্ষেত্রেই সুবিধাই দেবে না বরং এই অঞ্চলের পর্যটনকেও আকর্ষণ করবে।”
মানব সভ্যতার বিকাশে সড়কের গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আমরা যদি মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে, শুধুমাত্র সেই সম্প্রদায়, সমাজ বা জাতি বিশ্বকে পথ দেখাতে পেরেছে, যারা নিজেদের সড়ক ব্যবস্থার উন্নয়ন করেছে।” তাঁর আরও বক্তব্য, “আজকের যুগে দূরত্বকে কিলোমিটারে নয়, ঘণ্টায় মাপা হয়। বর্ডার রোড অর্গানাইজ়েশন রাস্তা, টানেল এবং সেতুগুলো আজ দুই স্থানের মধ্যে দূরত্ব ও সময় কমিয়ে দিয়েছে।”
আরও পড়ুন : Frontline Workers: এবার ভোটকর্মীরাও ‘ফ্রন্টলাইন ওয়ার্কার’, পাবেন প্রিকশন ডোজ়