AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajya Sabha: স্মার্ট টিভি, প্রোজেক্টর…! বড় সুবিধা পেতে চলেছেন রাজ্যসভার সাংসদরা

Rajya Sabha: স্মার্ট টিভি, স্মার্ট ডিসপ্লে, ট্য়াবলেট, কম্পিউটার, কিবোর্ড-সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি পেতে চলেছেন। মূলত, দেশের হয়ে সংসদীয় দায়িত্ব পালনের জন্য এই সকল যন্ত্রপাতি হাতে তুলে দেওয়া হবে তাদের।

Rajya Sabha: স্মার্ট টিভি, প্রোজেক্টর...! বড় সুবিধা পেতে চলেছেন রাজ্যসভার সাংসদরা
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: May 30, 2025 | 6:23 PM
Share

নয়াদিল্লি: সংসদীয় দায়িত্বগুলি সঠিক ভাবে পরিচালনা করার জন্য হাতে আরও আধুনিক যন্ত্র পেতে চলেছেন রাজ্যসভার সাংসদরা। গত শুক্রবার সংসদের উচ্চকক্ষে নেওয়া একটি সিদ্ধান্তের পরেই লেগেছে আধুনিকতার ছোঁয়া।

রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, একটি নতুন প্রকল্পের আওতায় রাজ্যসভার সাংসদরা এবার থেকে স্মার্ট টিভি, স্মার্ট ডিসপ্লে, ট্য়াবলেট, কম্পিউটার, কিবোর্ড-সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি পেতে চলেছেন। মূলত, দেশের হয়ে সংসদীয় দায়িত্ব পালনের জন্য এই সকল যন্ত্রপাতি হাতে তুলে দেওয়া হবে তাদের।

তবে এই রকম কম্পিউটার যন্ত্রপাতি যে প্রথমবার পাচ্ছেন সাংসদরা, এমনটা নয়। এর আগেও একটি ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, স্মার্টফোন হিসাবে আইফোন ১৫, স্ক্রিনগার্ড-সহ একাধিক যন্ত্রপাতি দেওয়া হত তাদের। এবার তার সঙ্গে জুড়ে গেল স্মার্ট টিভির মতো একাধিক নতুন গ্যাজেট।

উল্লেখ্য়, সম্প্রতি সাংসদদের বেতন বৃদ্ধির করেছে মোদী সরকার। সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, নতুন বছর থেকে মোট ২৪ শতাংশ বেতন বাড়বে সাংসদদের। যার জেরে ১ লক্ষ ২৪ হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে তারা। মন্ত্রক তরফে আরও জানিয়ে দেওয়া হয়, ২০২৩ সালে পয়লা এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। সেই সূত্র ধরে গোটা দুই অর্থবর্ষের বকেয়া বেতন বাবদ পাঁচ লক্ষ ৭৬ হাজার টাকা পাবেন তারা। আর এবার তাদের কাজে মন দেওয়াতে আরও সুযোগ-সুবিধা বাড়াল তারা।