
অযোধ্যা: অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। সেজে উঠেছে রাম মন্দির। অবশেষে অপেক্ষার অবসান। তৈরি হয়ে গেল রাম মন্দির। আগামী ২৫ নভেম্বর রাম মন্দিরে ধ্বজারোহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ১৯১ ফুট চূড়ায় পতাকা উত্তোলন করবেন।
রাম মন্দির নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ২০২৪ সালের ২২ জানুয়ারি মূল মন্দিরের উদ্বোধন করা হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী মোদী। দীর্ঘদিন ধরেই সকলে অপেক্ষায় ছিলেন যে কবে মন্দিরের নির্মাণ শেষ হবে। অবশেষে মন্দির তৈরি হয়ে গেল। ধ্বজা উত্তোলনের মাধ্যমে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভাগবত।\
श्री रामजन्मभूमि मंदिर का नयनाभिराम दृश्य
Magnificent view of Shri Ram Janmabhoomi Mandir. pic.twitter.com/IE5PxdrcFf
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) November 22, 2025
রাম মন্দির ট্রাস্টের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মন্দিরের নতুন ছবি। দেখা যাচ্ছে চন্দন রঙের পিলার, গোলাপী রঙের কলসির ডিজাইনে সেজে উঠেছে রাম মন্দির। রাম মন্দিরের ধ্বজারোহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন সাধু-সন্তরা। হাজার হাজার ভক্তের সমাগম হবে।
25 नवंबर को राम मंदिर पर होगा भव्य ध्वजारोहण 🚩
ये कैलेंडर पर लिखी तारीख नहीं, बल्कि यह एक नए कालचक्र का उद्गम है, एक ऐतिहासिक और नए युग की शुरुआत का प्रतीक है।
जय श्री राम 🙏🏻 pic.twitter.com/ujY2jpTJPu
— BJP (@BJP4India) November 22, 2025
২০২০ সালে যেখানে ৬০ লাখ ভক্তের সমাগম হয়েছিল, সেখানেই ৫ বছর বাদে, ২০২৫ সালে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যেই ২৩ কোটি ভক্তের সমাগম হয়েছিল। ডিসেম্বরের মধ্যে ৫০ কোটি ভক্তের সমাগম হবে। উত্তর প্রদেশের ডিজিপিতেও বিশেষ অবদান রাখছে রাম মন্দিরে ভক্তের সমাগম।
এখনও পর্যন্ত রাম মন্দিরে ২১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে মন্দির নির্মাণ ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য। তৈরি করা হয়েছে এন্ট্রি প্লাজা, নতুন রাস্তা, ঘাটের সংস্কার করা হয়েছে। রাম মন্দির তৈরির পরই ৭৬টি নতুন হোটেল খুলেছে অযোধ্যায়, যার মধ্যে ম্যারিয়ট, র্যাডিসনের মতো হোটেল রয়েছে। উত্তর প্রদেশ সরকারের অনুমান, ২০২৮ সালের মধ্যে রাজ্যের পর্যটন ৭০ হাজার কোটিতে পৌঁছবে। এর মধ্যে এক তৃতীয়াশ অযোধ্যা থেকেই আসবে।