‘পরিচয় জানার পরই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দানিশকে’, চাঞ্চল্যকর দাবি মার্কিন পত্রিকায়

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 30, 2021 | 7:39 AM

Danish Siddiqui Death: তালিবানদের কাছে খবর পৌঁছয় যে এক সাংবাদিক মসজিদে ঢুকেছে। এরপরই তাঁরা মসজিদে হামলা চালায়। তালিবানরা যখন সিদ্দিকিকে আটক করে, তখন সে বেঁচেই ছিল।

পরিচয় জানার পরই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দানিশকে, চাঞ্চল্যকর দাবি মার্কিন পত্রিকায়
দানিশ সিদ্দিকি। ছবি:PTI

Follow Us

ওয়াশিংটন: পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুর পরদিনই তালিবানিরা হত্যার দায় অস্বীকার করেছিল। তারা জানিয়েছিল যে, সংঘর্ষস্থলে যে দানিশ ছিল, তা জানতেন না। জানলে অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করতেন। কিন্তু বৃহস্পতিবার মার্কিন একটি ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হল  সম্পূর্ণ ভিন্ন ঘটনা। সংঘর্ষের মাঝে এসে পড়ায় বা গুলিতে নয়, দানিশের পরিচয় জানার পর তাঁকে নৃশংসভাবে হত্যা করেছিল তালিবানিরা, এমনটাই বলা হয়েছে ওই প্রতিবেদনে।

গত ১৬ জুলাই কান্দাহারের স্পিন বোলডাক এলাকায় আফগান সেনার সঙ্গে তালিবানদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন দানিশ সিদ্দিকি। আচমকা তালিবান সংগঠনের তরফে হামলা চালানো হলে, আফগান সেনাবাহিনী দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। দানিশ একজন আফগান কম্যান্ডার ও দুই জওয়ানের সঙ্গে ছিলেন।

সংঘর্ষ চলাকালীনই আঘাত পান দানিশ। এরপরই তাঁকে একটি স্থানীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এ দিকে, তালিবানদের কাছে খবর পৌঁছয় যে এক সাংবাদিক মসজিদে ঢুকেছে। এরপরই তাঁরা মসজিদে হামলা চালায়। তালিবানরা যখন সিদ্দিকিকে আটক করে, তখন সে বেঁচেই ছিল। তাঁর পরিচয় যাচাই করার পরই নৃশংসভাবে খুন করে তালিবানরা।

আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটটিটিউট নামক ওই ম্য়াগাজিনের কর্মী মাইকেল রুবিন বলেন, “ভারত সরকারের সূত্র থেকে আমি কিছু ছবি ও ভিডিয়ো পেয়েছি যেখানে দেখা যাচ্ছে দানিশের মুখ আঘাত করে থেতলে দেওয়া হয়েছিল, গুলি করে ঝাঝরা করে দেওয়া হয়েছিল তাঁর শরীর।”

দানিশের মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়ার পরই তালিবান মুখপাত্র শোক প্রকাশ করে বলেছিলেন, তাঁরা জানতেন না সংঘর্ষস্থলে সাংবাদিকও উপস্থিত ছিল। যদি জানতেন, তবে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতেন। আরও পড়ুন: রাতে পরপর তিন বিমানে চিন থেকে ৩০ লক্ষ ভ্যাকসিন পৌঁছবে বাংলাদেশে

Next Article