নয়া দিল্লি: এবার সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা জেনারেল শূন্যপদেও চাকরির আবেদন করতে পারবেন। একাধিক হাই কোর্টের রায়কে মান্যতা না দিয়ে এই পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ এই পর্যবক্ষণের কথা জানিয়েছে।
এর আগে একাধিক রাজ্যের হাইকোর্ট রায় দিয়েছিল, সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা শুধুমাত্র সংরক্ষিত পদে আবেদন করতে পারবেন। এতদিন এই নিয়মেই নিয়োগ হত চাকরিপ্রার্থীদের। উত্তর প্রদেশে পুলিসের চাকরির জন্য আবেদন করেছিলেন সোনাম তোমার ও রীতা রানি। কিন্তু সংরক্ষণের আওতায় থাকায় তাঁরা জেনারেল শূন্যপদে আবেদন করতে পারেননি। এরপরই কোর্টের দ্বারস্থ হন তাঁরা।
বিচারপতিদের বেঞ্চ একাধিক রায়ের কথা উল্লেখ করে জানায় সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা যদি মেধার জোরে জেনারেল পদে সুযোগ পান, তাহলে তাঁদের বাতিল করা যাবে না।
আরও পড়ুন: ‘বিক্ষুব্ধ’দের সঙ্গে বৈঠকের পর ৪ রাজ্যে সাংগঠনিক বদল আনছে কংগ্রেস
এই ধরনের রায় দিতে গিয়ে এর আগে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে ভিন্ন হাইকোর্ট। সিদ্ধান্তের ফারাক দেখা গিয়েছে এলাহাবাদ ও মধ্য প্রদেশের হাইকোর্টের সঙ্গে রাজস্থান, বম্বে, উত্তরাখণ্ড ও গুজরাট হাই কোর্টের। কেউ যদি সংরক্ষণের আওতায় থেকে মেধার জোরে জেনারেল পদে সুযোগ পান তাহলে তাঁকে জেনারেল পদে সুযোগ দিতে হবে। এই পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট।