Tej Pratap Yadav-Nitish Kumar: গিরগিটি রত্ন পুরস্কার দেওয়া হোক নীতীশকে, দাবি লালু-পুত্রের
Bihar Politics: নীতীশ কুমারের এই ঘনঘন রাজনৈতিক চরিত্র বদল নিয়েই তীব্র কটাক্ষ করলেন লালু-পুত্র তথা আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। বললেন, "নীতীশ কুমারকে গিরগিটি রত্ন পুরস্কার দেওয়া উচিত। গিরগিটিরা রঙ বদলের জন্যই পরিচিত। পাল্টিশ কুমারকেও গিরগিটি রত্ন দেওয়া উচিত ঘনঘন পুরস্কার দেওয়া উচিত তাঁর রাজনৈতিক কেরিয়ারে যেভাবে দ্রুত রঙ বদল করেন, তার জন্য।"
পটনা: আজ এই জোটে রয়েছেন তো আগামিকালই অন্য জোটে! ক্ষণে ক্ষণে গিরগিটি যেমন রঙ বদলায়, তেমনভাবেই জোট বদলাচ্ছেন নীতীশ কুমার (Nitish Kumar)। এনডিএ জোট ছেড়ে গড়েছিলেন মগাগঠবন্ধন, ১৮ মাস যেতে না যেতেই তিনি আবার সেই জোট ভেঙে ফিরে গেলেন এনডিএ(NDA)-তেই। নীতীশের এই ‘নীতিহীন’ আচরণকে কটাক্ষ করেই তাঁকে গিরগিটি রত্ন পুরস্কার দেওয়ার কথা বললেন লালু পুত্র তেজ প্রতাপ (Tej Pratap Yadav)।
রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ভেঙে দেন মহাগঠবন্ধন সরকার। বেলা গড়াতে না গড়াতেই তিনি সামিল হন এনডিএ-তে। বিজেপির সমর্থনে বিকেলের মধ্যে নতুুন সরকার গড়েন। নতুন দুই উপমুখ্যমন্ত্রীকে পাশে নিয়েই নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন।
নীতীশ কুমারের এই ঘনঘন রাজনৈতিক চরিত্র বদল নিয়েই তীব্র কটাক্ষ করলেন লালু-পুত্র তথা আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। বললেন, “নীতীশ কুমারকে গিরগিটি রত্ন পুরস্কার দেওয়া উচিত। গিরগিটিরা রঙ বদলের জন্যই পরিচিত। পাল্টিশ কুমারকেও গিরগিটি রত্ন দেওয়া উচিত ঘনঘন পুরস্কার দেওয়া উচিত তাঁর রাজনৈতিক কেরিয়ারে যেভাবে দ্রুত রঙ বদল করেন, তার জন্য।”
জেডিইউ-আরজেডি-কংগ্রেস গঠবন্ধন সরকারে পরিবেশমন্ত্রী ছিলেন তেজপ্রতাপ যাদব। তাঁর ভাই তেজস্বী যাদব ছিলেন উপমুখ্যমন্ত্রী। নীতীশ কুমার শিবির বদল করায় দুই ভাইয়েরই মন্ত্রী পদ রাতারাতি চলে গেল। নীতীশের এই জোট বদল নিয়ে গতকাল তেজস্বী যাদবও বলেছেন যে ২০২৪ সালেই ধ্বংস হয়ে যাবে জেডিইউ। খেলা এখনও শেষ হয়নি।