Priyanka Gandhi: সংসদে গান্ধী পরিবারের আরও এক মুখ? মোদীর বিরুদ্ধে প্রিয়ঙ্কাকে প্রার্থী করার জোরাল দাবি

Congress: প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরা বলেছিলেন, "আমার মনে হয় প্রিয়ঙ্কার সংসদে থাকা উচিত। ওঁর সমস্ত যোগ্যতা রয়েছে এবং আমার বিশ্বাস, সাংসদ হিসাবে ওঁ খুব ভাল কাজ করবে।"

Priyanka Gandhi: সংসদে গান্ধী পরিবারের আরও এক মুখ? মোদীর বিরুদ্ধে প্রিয়ঙ্কাকে প্রার্থী করার জোরাল দাবি
লোকসভা নির্বাচনে লড়বেন প্রিয়ঙ্কা গান্ধী?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 7:27 AM

নয়া দিল্লি: কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সম্মুখ সমর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi), আর ঠিক সেই সময়েই সংসদে গান্ধী পরিবারের আরও এক সদস্যকে সামিল করার ডাক উঠল। শনিবারই প্রিয়ঙ্কা গান্ধী(Priyanka Gandhi)-র স্বামী রবার্ট বঢরা জানিয়েছিলেন স্ত্রী প্রিয়ঙ্কাকে সংসদে (Parliament) দেখার ইচ্ছার কথা। সনিয়া গান্ধীর জামাইয়ের এই ইচ্ছাকে এবার সমর্থন জানালেন অন্যান্য দলের নেতারাও। সকলেরই এক কথা, আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধীর আত্মপ্রকাশ করা উচিত। তিনি জিতলে সংসদে যেতে পারবেন।

শনিবারই প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরা বলেছিলেন, “আমার মনে হয় প্রিয়ঙ্কার সংসদে থাকা উচিত। ওঁর সমস্ত যোগ্যতা রয়েছে এবং আমার বিশ্বাস, সাংসদ হিসাবে ওঁ খুব ভাল কাজ করবে। আশা করছি কংগ্রেস আমার এই প্রস্তাব গ্রহণ করবে এবং ওঁর জন্য ভাল কিছু পরিকল্পনা করবে।”

ইন্ডিয়া জোটের সদস্য শিবসেনা (ইউবিটি)-র নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “প্রিয়ঙ্কার উত্তর প্রদেশের বারাণসী থেকে নির্বাচনে লড়া উচিত। যদি ২০২৪-র নির্বাচনে প্রিয়ঙ্কা বারাণসী থেকে প্রার্থী হন, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী ছেড়ে অন্য কোনও কেন্দ্রে লড়বেন না। প্রিয়ঙ্কা জিতবে, এ বিষয়ে আমি নিশ্চিত।”

অন্যদিকে, কংগ্রেস নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও প্রিয়ঙ্কা গান্ধীর নির্বাচনে লড়াইয়ের ভাবনাকে সমর্থন জানান। তিনি বলেন, “কোটি কোটি মানুষ প্রিয়ঙ্কা গান্ধীকে সংসদে দেখতে চান। ওঁর জেতার ক্ষমতা রয়েছে এবং আমাদের জেতানোরও। এবার দলের নেতৃত্বই সিদ্ধান্ত নিক।”

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও জল্পনা শুরু হয়েছিল যে কংগ্রেস বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করাতে পারে প্রিয়ঙ্কা গান্ধীকে। কিন্তু শেষ অবধি প্রিয়ঙ্কা রাজি না হওয়ায় অজয় রাইকে প্রার্থী করা হয়, যিনি গো-হারান হারেন।